হিল ভয়েস, ৫ এপ্রিল ২০২২, রাঙ্গামাটি: আজ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে শিজক কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পিসিপি’র বাঘাইছড়ি থানা শাখার সভাপতি পিয়েল চাকমা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চীবরণ চাকমার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌখিন চাকমা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র কেন্দ্রীয় সদস্য সাথোয়াইপ্রু মারমা, পিসিজেএসএস’র স্টাফ সদস্য আশিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির বাঘাইছড়ি থানা শাখার সভাপতি লক্ষী মালা চাকমা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সৌখিন চাকমা বলেন, আমি যখন একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলাম তখন একবার শাসকগোষ্ঠী কর্তৃক গ্রেফতারের শিকার হয়েছিলাম। সেই সময়ে পাহাড়ের শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত করুণ এবং মামলা-হামলার ভয় ছিল প্রতিনিয়ত। একজন ছাত্র একটি জাতির স্তম্ভ, তাই একজন ছাত্রের অধ্যয়নের মাধ্যমে অনেক গুণাবলী অর্জন করা আবশ্যক। তিনি আরো বলেন, পাহাড়ে বসবাসরত আদিবাসীদের সকল প্রয়োজনে সহযোগিতা প্রদানের হার বাড়াবে আঞ্চলিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাথোয়াইপ্রু মারমা বলেন, সেই ব্রিটিশ সরকারের আমল থেকে এখন পর্যন্ত পাহাড়ে বসবাসরত আদিবাসীদের নানাভাবে শাসন, শোষণ, নির্যাতন, হত্যা, গুম করে আসছে শাসকগোষ্ঠী। আজকে দেখলাম লংগদু উপজেলার জমি-জমা বহিরাগত সেটেলাররা বেদখলের মাধ্যমে চাষাবাদ করছে। এটি জুম্ম জাতিকে সংকটে ফেলার বিরাট একটি ষড়যন্ত্র।
পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা বলেন, সকল কিছু থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকা অত্যন্ত প্রয়োজন। আজকের যে শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠী সেনাশাসনের মাধ্যমে যেভাবে পার্বত্য এলাকার শাসন-শোষণ চালাচ্ছে এর থেকে উত্তোরণের জন্য তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক উদ্দীপন চাকমা। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অর্নিক চাকমা। আলেচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।