ঘাগড়ায় সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্ম আটক ও নির্যাতনের শিকার

হিল ভয়েস, ২৪ এপ্রিল ২০২২, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নে এক নিরীহ জুম্ম আটক ও নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সেনাবাহিনীর আটক ও নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় জয়ন্ত তঞ্চঙ্গ্যা (৩৮), পীং-সুরেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা, গ্রাম-কলাবাগান এলাকা, ঘাগড়া ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৩ এপ্রিল ২০২২ সকাল আনুমানিক ১০:০০ টার দিকে ঘাগড়া সেনা ক্যাম্প হতে ২০/২৫ জনের একটি সেনাদল এবং তাদের সাথে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদস্য মোঃ পাবেল ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা কলাবাগান এলাকার বাসিন্দা জয়ন্ত তঞ্চঙ্গ্যার বাড়ি ঘেরাও করে এবং জয়ন্ত তঞ্চঙ্গ্যাকে আটক করে ঘাগড়া সেনা ক্যাম্পে নিয়ে যায়।

সেনা সদস্যরা ঘাগড়া সেনা ক্যাম্পে জয়ন্ত তঞ্চঙ্গ্যাকে প্রায় ৫-৬ ঘন্টা আটক করে রাখে। আটকের সময় সেনাবাহিনী ‘জয়ন্ত তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-কে সার্বিকভাবে সহযোগিতা করে’ বলে অভিযোগ তুলে জয়ন্ত তঞ্চঙ্গ্যার উপর অমানুষিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

পরে বিকাল ৪:০০ টার দিকে ঘাগড়া ক্যাম্পের সেনা সদস্যরা জয়ন্ত তঞ্চঙ্গ্যার কাছ থেকে সাদা কাগজে দস্তখত নিয়ে জয়ন্ত তঞ্চঙ্গ্যাকে তার পিতা সুরেশ তঞ্চঙ্গ্যার হাতে ছেড়ে দেয়।

More From Author