হিল ভয়েস, ২৫ মার্চ ২০২২, রাজশাহী: আজ ২৫ মার্চ ২০২২ “পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব ও ছাত্র সমাজ সামিল হোন” স্লোগান নিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী মহানগর শাখার ২২তম শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
জীনিচ চাকমা’র সভাপতিত্বে ও অমর বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক জিকো চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাবেক সভাপতি আকন্দ মো. শাকিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মিহির চন্দ্র মহন্তো প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা বলেন, ‘বেঁচে থাকার জন্য অধিকারের প্রয়োজন। অধিকার পেতে হলে লড়াই করতে হবে। লড়াই বিনে অধিকার নামক বস্তুটি অর্জিত হয়নি। দীর্ঘ চব্বিশ বছর লড়াই করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কোন সদিচ্ছা সরকারের নেই। পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগের ন্যায় সেটেলারদের পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রেখেছে। সচেতন ছাত্র সমাজকে তা রুখে দিতে হবে। রুখে দিতে না পারলে জুম্মরা শোষণের জাঁতাকলে পিষ্ট হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু পার্বত্য চট্টগ্রাম একটি রাজনৈতিক সমস্যা, তাই রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কোন বিকল্প নেই। ছাত্র সমাজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য অধিকতরভাবে আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান তিনি।’
বিশেষ অতিথির বক্তব্যে পিসিপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিকো চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়িদের অস্তিত্ব দিন দিন সংকটের মুখে পড়ে যাচ্ছে। চুক্তির পক্ষের শক্তি, দল ও ব্যক্তিকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। তারপরেও জাতির এই সংকটকালীন সময়ে যারা সাহস নিয়ে পাশে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ তিনি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাবেক সভাপতি আকন্দ মোঃ শাকিল বলেন, ‘বর্তমান সরকারের সাথে চুক্তি হলেও সরকার এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পরেও চুক্তি বাস্তবায়ন করেনি।’ চুক্তি বাস্তবায়নের জন্য পাহাড়িদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাধারণ সম্পাদক মিহির চন্দ্র মহন্তো বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত হলেন পার্বত্য চট্টগ্রামের সংগ্রামী পাহাড়ি আদিবাসীরা। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের জন্য বাঙালি রক্ত দেওয়া জাতি হলেও নিজেদের দেশের পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করা হয়নি। যা নিশ্চিত করা সরকারের দ্বায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘চুক্তিতে পাহাড়িদের ভূমি অধিকারের কথা থাকলেও সরকার বিন্দুমাত্র বাস্তবায়ন করেনি।’
আলোচনা সভা শেষে অমর বিকাশ চাকমাকে সভাপতি, জীনিচ চাকমাকে সাধারণ সম্পাদক ও জীবন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শহর শাখার ২২তম কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিকো চাকমা।