হিল ভয়েস, ১৫ ফেব্রুয়ারি ২০২২, বান্দরবান: গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) “জুম্ম নারীর সমঅধিকার ও সমমযার্দা প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে অধিকতর শামিল হউন” স্লোগানে হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান জেলা শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে উলিসিং মারমা’র সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মেঞোচিং মারমা, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি থোয়াক্যজাই চাক।
কাউন্সিলে বক্তারা সমাজে জুম্ম নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় জুম্ম নারী সমাজকে রাজনৈতিকভাবে অধিকার সচেতন হতে হবে। বান্দরবান জেলার সকল আদিবাসী জাতিসত্তার নারীকে সমাজকে সংগঠিত করতে হবে। জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে নারী সমাজ অধিকতরভাবে ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ৫০ বছর ধরে জাতিগত শোষণ ও বৈষম্য চলছে। জুম্ম নারীকে ধর্ষণ, হত্যা, খুন করা হচ্ছে কিন্তু কোনটির ন্যায় বিচার অদ্যাবধি পাওয়া যায়নি। অধিকার কেউ কাউকে দেয় না, সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই অধিকার প্রতিষ্ঠার জন্য কঠিন পরিস্থিতির মধ্যেও দৃঢ় মনোবল নিয়ে মোকাবেলা করে আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উলিচিং মারমাকে সভাপতি, ভদ্রাদেবী তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক ও হ্লাচিদাই মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যা বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান জেলা কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিমি মারমা।