সংগ্রামের ৫০ বছর

       সম্রাট সুর চাকমা চিত্তি 

নিপীড়িতের দীপশিখা, শাসিতের আশা-আকাংখার প্রতীক
প্রগতিশীল আদর্শের স্তম্ভ;
ছোট্ট শিশুটির ইস্পাত-কঠিন সংগ্রামী চেতনার,
যৌবনের দৃপ্ত প্রত্যয়ে আজ ৫০ বছর।

চলার প্রক্রিয়ায় শত জোয়ার-ভাটা, উত্থান-পতন
সংগ্রামী সহযোদ্ধাদের কত ত্যাগ-তিতিক্ষা;
পিচ্ছ্বিল রক্তাক্ত দিশায় বীরত্বর্পূণ শহীদ ও পঙ্গুত্ব,
বরণ করে রেখেছে তোমাদের অমরত্ব।

এম. এন. লারমার চিন্তাধারায় জন্ম তোমার,
৭ শিক্ষক মুস্তিবদ্ধ হস্তে দৃপ্ত সংকল্পে
অতন্দ্র প্রহরী জুম্ম জাতির;
রাঙামাটি বনরূপায় নিভৃত স্থানে প্রতিষ্ঠা হয় ১৫’ই ফেব্রুয়ারি
মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির।

সংগ্রামের ভাটায় কেড়ে নিলো জাতির সজীবতার প্রাণ,
দ্রুত নিষ্পত্তির নামে হতকারিতায়
গিরি-পলাশ-প্রকাশ-দেবেন;
জুম্ম জাতির কালো রাত্রি ঘনিয়ে আসে ৮৩’র ১০ই নভেম্বর,
ফিরে পায় আরও তাজা প্রাণ শক্ত হাতে হটিয়ে মীরজাফর।

ভয়ংকর রুপে এগোয় শাসকগোষ্ঠী ও তার সেনাবাহিনী
নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ
বিপ্লবী সংগঠিত শান্তিবাহিনী;
ঐক্য ও সংগ্রামের প্রেরণায় ঝাঁপিয়ে পড়ে
৯৭’র ঐতিহাসিক চুক্তিতে উপনীত হতে বাধ্য করে।

৯৮’র ইউপিডিএফ নামে সৃষ্ট রাজাকার
মোল্লা, সাইদিদেরও হার মানায়;
০৭’র ওয়ান ইলেভেন জন্ম দেয় আরেক বেইমান,
এম.এন. লারমার নাম ধারণকারী সংস্কারপন্থী।

চুক্তি নৎসাতের প্রশ্নে মগপার্টির উত্থান,
সরকারের মৌলবাদী চরিত্রে পার হলো আরও ২৪ বছর;
অপহরণ, হত্যা, গুম, ক্রশ ফায়ারে এগোচ্ছে সরকার বাহিনী,
চুক্তি বাস্তবায়নের প্রশ্নে এই হলো শাসকগোষ্ঠীর নীতি।

More From Author