হিল ভয়েস, ১৫ ফেব্রুয়ারি ২০২২, বান্দরবান: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার বাজার এলাকা থেকে দুইজন নিরীহ জুম্মকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটককৃত ব্যক্তিরা হলেন রোয়াংছড়ি বাজার সদর এলাকার বাসিন্দা মংয়ইচিং মারমা (৩০) এবং রাজভিলা ইউনিয়নের বাসিন্দা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজভিলা ইউনিয়নের সভাপতি চাইসইপ্রু মারমা (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ ঘটিকায় রোয়াংছড়ি বাজার সদর এলাকার বাসিন্দা মংয়ইচিং মারমা বাজার করতে বাড়ির সামনের দোকানে গেলে সেখান থেকে রোয়াংছড়ি সেনা জোনের একদল সেনা সদস্য গাড়িতে করে দ্রুত গতিতে এসে মাস্তানির স্টাইলে মংয়ইচিং মারমাকে জোরপূর্বক গাড়িতে তুলে রোয়াংছড়ি সেনাক্যাম্পে নিয়ে যায়।
ঘটনার পর পর পরিবারের লোকজন গ্রামের মুরুব্বিসহ দেখা করতে গেলে সেনাসদস্যরা দেখা করতে দেয়নি। পরে বিকাল ৩:০০ টার সময় তাকে বান্দরবান সেনানিবাসে পাঠানো হয়। সর্বশেষ তথ্য মোতাবেক বান্দরবান সেনানিবাসে তাকে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কি কারণে মংয়ইচিং মারমাকে আটক করা হয়েছে পরিবারকে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
অন্যদিকে আনুমানিক বিকাল ৩:০০ টার সময় চাইসইপ্রু মারমা মিথ্যা মামলায় আদালতের হাজিরা শেষে গাড়ি যোগে বাড়ি ফেরার সময় গাড়িটি ডুলুপাড়া আর্মি ক্যাম্পের তল্লাসি চৌকিতে পৌঁছলে তল্লাসি চৌকিতে থাকা সেনা সদস্যরা তাকে আটক করে। এখনো পর্যন্ত তাকে ডুলুপাড়া আর্মি ক্যাম্পে আটক করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, চাইসইপ্রু মারমা জনসংহতি সমিতির রাজভিলা ইউনিয়ন শাখার সভাপতি হলেও দীর্ঘদিন যাবত নিষ্ক্রিয় রয়েছেন বলে জানা যায়।