রাঙ্গামাটির ঘিলাছড়িতে সেনাবাহিনীর এলোপাতাড়ি ব্রাশফায়ার

হিল ভয়েস, ৪ ফেব্রুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙামাটি জেলার নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়ো আদাম নামক গ্রামে সেনাবাহিনী কর্তৃক কথিত সন্ত্রাসী খোঁজার নাম করে অতর্কিতভাবে এলোপাতাড়ি ব্রাশফায়ারের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটেনি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় নান্যাচর সেনা জোনের অধীন কুতুকছড়ি সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য সিএনজি ও মাহিন্দ্র গাড়িযোগে ঘিলাছড়ির ভূইয়ো আদাম নামক গ্রামে হানা দেয়। এ সময় সেনা সদস্যরা সন্ত্রাসীরা কোথায়? সন্ত্রাসীরা কোথায়? চিৎকার করতে করতে এলোপাতাড়ি ব্রাশফায়ার করতে শুরু করে।

গুলির আওয়াজ শুনে ভয়ে গ্রামবাসীরা এদিক ওদিক ছুটে চলে যায়। তবে কেউ হতাহত হন নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সেনাদের সাথে মিল্টন তঞ্চঙ্গ্যা নামে একজন সোর্স ছিল।

সেনা সদস্যরা গুলি করে ক্ষান্ত না হয়ে গ্রামের বাসিন্দা কৃপণ চাকমা (৪২) পিতা-নিশীরাম চাকমা বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে আগুন না ধরায় বাড়িটি ক্ষতি থেকে রক্ষা পায়।

More From Author