সম্রাট সুর চাকমা
মাতৃভাষায় বলি আমিও, ওহে ২১শে ফেব্রুয়ারি!
রক্ত নিয়েছো অকাতরে, ঢাকার রাজপথের কোন এক মোড়ে।
ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্র-জনতার উদ্বেলিত উত্থান!
১৪৪ ধারা ভেঙে মাতৃভাষার তৃষ্ণায় নির্ভীক সন্তানেরা মিছিলে,
শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত পুলিশের গুলিবর্ষণে,
৫২’র ভাষা আন্দোলনে রক্তাক্ত ফেব্রুয়ারি।
প্রতিষ্ঠিত হয় মাতৃভাষা সারা দেশজুড়ে
স্বীকৃত হয় ঐ দিবস গোটা বিশ্ব চরাচরে।
যুদ্ধজয়ের আমেজে উৎসবে মেতে উঠে সারা বাঙালি,
বছরের শুরুতে যখন আসে ফেব্রুয়ারি।
২১শে ফেব্রুয়ারির তাৎপর্য কি শুধু বাংলা ভাষায়?
আমাদের নিজ ভাষা আজ বঞ্চিত কেন? আদিবাসী বলে?
অবহেলিত আজো চৌদ্দ জাতির বৈচিত্র্যময় ভাষা!
তারা আজ বৈরী আগ্রাসনের মুখে কেন?
এটাই কি সেই ভাষা আন্দোলনের তাৎপর্য?
তাহলে কেন নিলে আন্তর্জাতিক স্বীকৃতি?
বৃথায় গেলো কি বীর শহীদদের রক্তাক্ত ফেব্রুয়ারি!!