হিল ভয়েস, ৫ ফেব্রুয়ারি ২০২২, বিশেষ প্রতিবেদক: তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে সেনা-মমদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীরা বান্দরবানে একজনকে তুলে নেয়া, বাঘাইছড়িতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি এবং পানছড়িতে সশস্ত্র অপৎপরতা মহড়া ইত্যাদি ঘটনা সংঘটিত করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, শনিবার (৫ ফেব্রুয়ারি) অপরাহ্ন ২:৩০ টায় বান্দরবানে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা কর্তৃক এক নিরীহ গ্রামবাসীকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহরণকারী নাম রত্নসেন তঞ্চঙ্গ্যা (৪৮) পিতা মহেন্দ্র তঞ্চঙ্গ্যা। তিনি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কিবুক পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
অটল চাকমার নেতৃত্বে সংস্কারপন্থীরা ২টি মোটর সাইকেল আর একটি সিএনসি যোগে এসে রত্নসেন তঞ্চঙ্গ্যাকে তুলে নিয়ে যায়।
বাঘাইছড়িতে চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি:
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যায় ৭:৪৫ মিনিটে সংস্কারপন্থী সন্ত্রাসীরা বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিল্টু চাকমাকে অপহরণ করার হুমকি প্রদান করা হয়েছে। প্রাণের ভয়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
পানছড়িতে সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীদের অপতৎপরতা:
গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি ২০২২) দুপুর ১২টার সময় সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীরা পানছড়ি সদরের মানিক্যাপাড়া থেকে দু’টি টমটম (ব্যাটারিচালিত অটোরিক্সা) যোগে কলেজ গেইট পালিটোল বৌদ্ধ বিহারের রাস্তায় নেমে মির্জাটিলা এলাকায় প্রবেশ করে। সেখানে ঘন্টাখানেক অবস্থান করার পর তারা লতিবানের শান্তি রঞ্জন পাড়া ও মঞ্জু আদামে যায়।
আগামী ৭ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সেনা-প্রশাসনের সহযোগীয়তায় নানাভাবে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।