হিল ভয়েস, ১৮ ফেব্রুয়ারি ২০২২, বান্দরবান: সেনা-মমদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বান্দরবান সদর উপজেলার বিভিন্ন জায়গায় জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অস্ত্রের মুখে ভূমি জবরদখলের একটি ঘটনা হলো বান্দরবান রাজার উচপ্রুর মৌজাধীন (বোমাং রাজার ৩১৩নং খাস মৌজা) মেঘলা পর্যটনের সন্নিকটস্থ চাকমা পাড়ার (পর্যটন মোটেলের পেছনে) এক বৌদ্ধ বিহারের জায়গা জবরদখল করা।
নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন চাকমা পাড়ার একজন গ্রামবাসী জানান যে, দীর্ঘদিন থেকে বৌদ্ধ বিহারের এই জায়গার নিয়ে সেটেলার বাঙালির সাথে বিরোধ চলেছিল। কিন্তু গত বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি সেটেলার বাঙালিসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের অনুপম চাকমা (অনু)-এর নেতৃত্বে ৬-৭ জন সশস্ত্র সন্ত্রাসী বিহারের উক্ত জায়গাটি দখল করে নেয়।
তিনি আরো জানান যে, “ভয়ে আমরা গ্রামবাসীরা সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুই করতে পারিনি। আমাদের করার কিছুই নেই। আমরা অসহায়।”
তবে পবিত্র ধর্মীয় জায়গার জবরদখলকারীকে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাতে গ্রামবাসীরা জেলা প্রশাসকের কাছে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সশস্ত্র সন্ত্রাসীরা চাকমা পাড়ায় দিন রাত মদ্যপানসহ নানা অসামাজিক কার্যকলাপ জড়িত থাকলেও ভয়ে গ্রামবাসীরা দেখেও না দেখার ভান করে থাকে।
স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, পর্যটন চাকমা পাড়ার কার্বারী অনিল চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সহযোগী। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীদেরকে গ্রামে প্রথমে আশ্রয় দিয়েছিলেন। তার আশ্রয়-প্রশ্রয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা এখন বিহারের জায়গা জবরদখল করছে।
বর্তমানে ঐ দখলকৃত জায়গায় বাগান করার জন্য অনুপম চাকমা (অনু) জুম কাটা শুরু করেছে বলে জানা গেছে। ভয়ে কেউ এর বিরুদ্ধে মুখ খুলতে সাহস করছেন না।
উল্লেখ্য যে, পর্যটন চাকমা পাড়াটি চাকমা অধ্যুষিত গ্রাম। চাকমা, মারমা ও বাঙালি মিলে এই গ্রামে ৪০ পরিবারের বসবাস রয়েছে।