হিল ভয়েস, ৭ ফেব্রুয়ারি ২০২২ রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাস্থ হরিণা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ১৬০ নং তৈবাং মৌজায় ঘাসকাবাছড়া বিজিবি ক্যাম্প থেকে শ্রীনগর বাজার পর্যন্ত বিজিবি কর্তৃক সীমান্ত সড়ক নির্মাণে ৭ জন গ্রামবাসীর কিছু সেগুন বাগান কেটে ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে।
ক্ষয়ক্ষতির শিকার ৭ জন গ্রামবাসীরা হলেন- রেবতী রঞ্জন চাকমা (৭০), পিতা মৃত সুরেন্দ্র চাকমা, প্রেম কুমার চাকমা (৪২), পিতা মৃত হেম রঞ্জন চাকমা, স্নেহ কুমার চাকমা (৪৩), পিতা মৃত বীর কুমার চাকমা, সুশীল বিকাশ চাকমা (৪৪), পিতা মৃত প্রসন্ন কুমার চাকমা, প্রতিভা রঞ্জন চাকমা (৫০), পিতা মৃত জ্যোতিষ চন্দ্র চাকমা, শান্তিময় চাকমা (৪৬), পিতা ললিত কুমার চাকমা ও সুদীপ্ত চাকমা (৪২), পিতা মৃত সূর্য সেন চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি ঘাসকাবাছড়া বিওপি ক্যাম্পের কমান্ডার নাম মোঃ হায়দার এর নেতৃত্বে ঘাসকাবাছড়া ক্যাম্প থেকে শ্রীনগর বাজার পর্যন্ত বিজিবি কর্তৃক ১০ ফুট চওড়া অনুমানিক ৩ কিলোমিটার একটি সীমান্ত সড়ক নির্মাণে সময় ৭ জন গ্রামবাসীর ২৫ টি সেগুন গাছ কেটে দেয়া হয়। যার বাজার মূল্য ১ লক্ষ টাকার উপরে।
উল্লেখ্য, রাস্তাটি না কাটার আগে ক্যাম্প কমান্ডার মো: হায়দার শ্রীনগর বাজারের স্থানীয় কার্বারী জ্ঞানশ্রী চাকমার সাথে রাস্তাটির বিষয়ে কথা বললে তিনি স্থানীয় গ্রামবাসীদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে রাস্তাটি না কাটার অনুরোধ করেন। কিন্তু গ্রামবাসীদের ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণের কথা বিবেচনা না করে বর্তমানে রাস্তাটি বিজিবি নির্মাণ করছে বলে জানা যায়।
অন্যদিকে ক্ষতির শিকার গ্রামবাসীরা ভয়ে কোনো অভিযোগ ও প্রতিবাদ করতে চায়নি। বর্তমানে কাটা গাছগুলো সেখানেই পড়ে বয়েছে বলে জানা যায়।
বর্তমানে যে রাস্তাটি কাটা হচ্ছে সেটি শ্রীনগর বাজার থেকে ঢেবাছড়ি বিজিবি বিওপি ক্যাম্প, শ্রীনগর বাজার থেকে শুকনা ছড়ি বিওপি ক্যাম্প ও শ্রীনগর বাজার থেকে সাওথল বিজিবি বিওপি ক্যাম্প পর্যন্ত নির্মাণ করা হবে বলে জানা যায়।