হিল ভয়েস, ১০ জানুয়ারী ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক জনসংহতি সমিতির সদস্যের বাড়িতে তল্লাশি ও এক ৭২ বছর বয়সি বৃদ্ধা মহিলাকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
তল্লাশির শিকার গ্রামবাসী হলেন- উসাথোয়াই মারমা , পীং- মৃত অংসাহ্লা মারমা, গ্রাম- ডাক বাংলা পাড়া, ৬ নং ওয়ার্ড, ৩ নং বাঙ্গালহালীয়া ইউনিয়ন। জানা যায়, উসাথোয়াই মারমা জনসংহতি সমিতির ৩ নং বাঙ্গালহালিয় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও রাজস্থলী উপজেলা শাখার সদস্য।
হয়রানির শিকার বৃদ্ধা মহিলা- হ্লাবাইরুই মারমা (৭২),স্বামী- মৃত হ্লাথোয়াইপ্রু মারমা, গ্রাম- ঐ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৯ জানুয়ারী (রবিবার) রাত ৯ টার সময় কাপ্তাই সেনা জোনের ৫৬ ই বেঙ্গল রেজিমেন্টের জোন কমাণ্ডার লেঃ কর্নেল মোঃ আনোয়ার জাহিদ (পি এস সি) অধীনে বাঙ্গালহালীয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত সুবেদার মোঃ হাফিজ ফয়সালের নেতৃত্বে ১৫ জনের একটি সেনাদল ৩নং বাঙ্গালহালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডাক বাংলা পাড়ায় উসাথোয়াই মারমার বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়।
উসাথোয়াই মারমা তখন বাড়িতে ছিলেন না, সেনাবাহিনী কর্তৃক মিথ্যা মামলা জড়িত করায় তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়। পরে তার স্ত্রীকে স্বামী সম্পর্কে ধমক দিয়ে বিভিন্ন রকমে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ ও হুমকি প্রদান করা হয়।
এরপর সেনাসদস্যরা তার স্ত্রী ও ৭২ বছর বয়সি এক বৃদ্ধা মহিলাকে মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে যায়।