হিল ভয়েস, ২৫ জানুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির নান্যাচর ও সদর উপজেলাধীন চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চার চেয়ারম্যানকে শপথ গ্রহণের পর ডেপুটি কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাঙ্গামাটিতে বেলা ২:০০টার সময় ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে নব নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের করেছে পুলিশ।
আটককৃত ৪ ইউপি চেয়ারম্যান হচ্ছেন- নান্যাচর উপজেলাধীন ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, ১নং সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা ও ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং রাঙ্গামাটি সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা।
গত ২৬ ডিসেম্বর ২০২১ চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, আজ মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। তারা সেখান উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষ হওয়ার পরপরই বেলা ২টার সময় সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানিয়েছেন, তাদেরকে নান্যাচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি পুলিশ সুপার।