হিল ভয়েস, ২২ জানুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনা-মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা ২ জন ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২২ জানুয়ারি) এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০:১৫ টার দিকে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীদের তিনজনের একটি অস্ত্রধারী দল সারোয়াতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জন চাকমা (রতন)-কে বাঘাইছড়ির ভিডিপি অফিসের পেছন থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
অন্যদিকে সন্ত্রাসীরা সাজেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেলসন চাকমাসহ ৫ জনকে অপহরণ করে বাঘাইছড়ি উপজেলাস্থ বাবু পাড়ায় নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশের অনিচ্ছুক সাবেক এক ইউপি মেম্বার বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীরা রুপাকারি ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে নিজস্ব স্বতন্ত্র প্রার্থী দিয়েছে সন্ত্রাসিরা। তাদের প্রার্থীদের নির্বাচনে জেতানোর জন্য সন্ত্রাসীরা সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার নির্বাচনী কার্যালয়ে মহড়া দিচ্ছে।
দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের এটি সপ্তম ধাপের শেষ নির্বাচন। তারই অংশ হিসেবে আজ শনিবার (২২ জানুয়ারি) বাঘাইছড়ি উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপ্রত্র প্রত্যাহারের শেষ দিন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের অসীম চাকমা ও জ্ঞানজীব চাকমার নেতৃত্বের সাজেক ইউপি চেয়ারম্যান প্রার্থী নেলসন চাকমা ও সাজেক ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী জ্যোস্নারাণী চাকমাসহ ৫ জনকে অপহরণ করে জিম্মি করে রেখেছে।
সন্ত্রাসীরা অপহরণকৃতদের কাছ থেকে মোবাইল ফোনও কেরে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে ছেড়ে দেওয়া হয়নি।