হিল ভয়েস, ১২ জানুয়ারী ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এক মেম্বার পদপ্রাথীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অপহরণ ও মারধরের শিকার মেম্বার পদপ্রার্থীর নাম- বিকাশ চাকমা, পিতা-প্রেমা নন্দ চাকমা, গ্রাম- পশ্চিম গবছড়ি, উপজেলা- বাঘাইছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১১ জানুয়ারী ২০২২ (মঙ্গলবার ) বিকাল ২.২০টার দিকে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসী কমান্ডার এলিন চাকমা ও বিনয় চাকমার নেতৃত্বে ৬ জনের একটি অস্ত্রধারী দল ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীকে বাঘাইছড়ি উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিজ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
পরে সন্ত্রাসীরা মেম্বার পদপ্রার্থী বিকাশ চাকমাকে মারধরের পর ছেড়ে দিলেও নির্বাচনের যাবতীয় কাগজপত্রাদি ফেরত দেয়নি।
সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের এমন অন্যায় কর্মকাণ্ডের ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান কয়েকজন এলাকাবাসী।