হিল ভয়েস, ৩১ জানুয়ারী ২০২২, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার গুগড়াছড়িতে বিশুদ্ধা মহাথের (৫২) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিশুদ্ধা মহাথের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। বিহারে তিনি একাই থাকতেন বলে জানা যায়।
গতকাল রবিবার (৩০ জানুয়ারি ২০২২) দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে গ্রামের একজন মহিলা ছোয়াইং (খাবার) দিতে এসে বৌদ্ধ ভিক্ষুকে বিহারের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি গ্রামবাসীরা জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শ্রীমৎ বিশুদ্ধা মহাথের রাতে বিহারে একাই থাকতেন। কাল (রবিবার) রাতেও তিনি একাই ছিলেন। এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এসময় দুর্বৃত্তরা তার টাকা ও মোবাইল নিয়ে যায়।
এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন স্থানীয়রাসহ বিভিন্ন স্তরের নাগরিকগণ। ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, রবিবার মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বৌদ্ধ ধর্মীয় গুরুকে কুপিয়ে ও মাথায় আঘাত করে খুন করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।