বান্দরবানে আদিবাসী কিশোরীকে অপহরণের ৬ দিন পর উদ্ধার

হিল ভয়েস, ৩১ ডিসেম্বর ২০২১, বান্দরবান: বান্দরবান জেলার লামা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭) নামে এক আদিবাসী কিশোরীকে ৬ দিন পর বেনাপোল বাজার থেকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে। আর আটক সোলাইমান বেনাপোল পৌরসভার দূর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অবিভাবকরা লামা থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়।

এরপর দীর্ঘ ৬ দিন পর গত ২৮ ডিসেম্বর বেনাপোল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

More From Author