হিল ভয়েস, ১০ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি: “জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ অধিকতর আন্দোলনে সামিল হউন” স্লোগানে আজ ১০ ডিসেম্বর ২০২১ইং রোজ শুক্রবার পিসিপি জেলা অফিস কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার বার্ষিক শাখা সম্মেলন ও ২৫ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি সরকারি কলেজ পিসিপি’র শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমার সঞ্চালনায় এবং সহ-সভাপতি টিকেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সৌখিন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ম্রানু মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙ্গামাটি জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রান্ত রনি, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা। সম্মেলন ও কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন কমিটির তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীতি বিকাশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সৌখিন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ তৎকালীন পাহাড়ী ছাত্র সমিতির পরিবর্তিত রূপ। পিসিপি প্রতিষ্ঠা লগ্ন হতে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও আদর্শিক চিন্তা চেতনা নিয়ে ভিন্ন ভাষাভাষী চৌদ্দটি আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। নিপীড়িত জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের সংগ্রামে পিসিপি অতীতে যেভাবে তার কার্যক্রম চালিয়ে গেছে আগামী দিনে আরো জোরালো ও অধিকতর ভাবে কার্যক্রম চালিয়ে যাবে বলে উপস্থিত সকলের নিকট আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ম্রানু মারমা বলেন, লংগদু গনহত্যার প্রতিবাদে পিসিপি জন্মলাভ করে। তারই ধারাবাহিকতায় পিসিপি আজ অবধি জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনে মহান পার্টির নেতৃত্বে এইচ ডব্লিউএফ সহ অন্যান্য সহযোগী সংগঠনকে সাথে নিয়ে পিসিপি তার কার্যক্রম অধিকতর ভাবে এগিয়ে নিয়ে যাবে।
পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা বলেন, একটি সংগঠন কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করে। নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে নতুন কমিটিতে যুক্ত হওয়া কর্মীদের ইস্পাত কঠিন আদর্শকে ধারণ করে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলের ব্যানারে উল্লিখিত “বর্তমানে পার্বত্য চট্টগ্রামে অত্যন্ত ভয়াবহ ও নাজুক এক অবস্থা বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিকে বিশ্লেষণ করে পিসিপি’র নেতৃত্বকে তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ফলে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এহেন পরিস্থিতিতে বর্তমান ছাত্র ও যুব সমাজের জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রণী ভূমিকা রাখার সময় চলে এসেছে।
আলোচনা শেষে সুমন চাকমাকে সভাপতি, অনন্ত চাকমাকে সাধারণ সম্পাদক ও সুনীতি বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়। তারই সাথে অর্ণব চাকমাকে আহ্বায়ক ও সচিব চাকমাকে সদস্য সচিব করে সমাজবিজ্ঞান অনুষদ কমিটি; সজল চাকমাকে আহ্বায়ক ও কপ্পিং চাকমাকে সদস্য সচিব করে ব্যবসায় অনুষদ কমিটি; নীতিময় চাকমাকে আহ্বায়ক ও রাজু চাকমাকে সদস্য সচিব করে কলা অনুষদ কমিটি; মিথেন চাকমাকে আহ্বায়ক ও তপন বিকাশ চাকমাকে সদস্য সচিব করে বিজ্ঞান অনুষদ কমিটি; আনন্দ ত্রিপুরাকে আহ্বায়ক, মিকো চাকমাকে সদস্য সচিব করে দ্বাদশ শ্রেণি কমিটি গঠন করা হয়।
নব গঠিত রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ও অনুষদ কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা।