হিল ভয়েস, ৩১ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি: গতকাল ৩০ ডিসেম্বর(বৃহস্পতিবার) ২০২১ ইং তারিখে “জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করি”- স্লোগানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান শাখা রাঙ্গামাটি শহর শাখার ২৩তম শাখা সম্মেলন ও কাউন্সিল আজ সম্পন্ন হয়েছে।
রাজন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি থোয়াইক্য জাই চাক, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সদস্য উলিসিং মারমা, পিসিপি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক জগদীশ চাকমা ও যুব সমিতি রাঙ্গামাটি শহর শাখার সভাপতি রিটেশ চাকমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৌখিন চাকমা বলেন, পাহাড়ী ছাত্র পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেজুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার একটি ছাত্র সংগঠন। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় পিসিপি তথা ছাত্র সমাজকে সুবিধাবাদী, সামন্তীয় ও সংকীর্ণ চিন্তাধারাকে দূরে ঠেলে দিয়ে প্রগতিশীল আদর্শে দীক্ষা নিয়ে নবগঠিত কমিটির প্রতি অধিকতরভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পিসিপি কেন্দ্রীয় সহ সভাপতি থোয়াইক্য জাই চাক বলেন, আজ পার্বত্য চট্টগ্রামে যে বাস্তবতা বিরাজমান তা ছাত্র সমাজকে অনুধাবন করতে হবে। শাসকগোষ্ঠীর ইসলামাইজেশন ও মিলিটারাইজেশনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। উন্নয়নের নামে পর্যটন স্থাপন করে জুম্মদের উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যতদিন পর্যন্ত পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছেনা, ততদিন লড়াই চালিয়ে যেতে হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের মিথ্যাচারের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানান।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য উলিসিং মারমা বলেন, নারী অধিকার তথা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষায় জুম্ম জনগণের ছাত্র-যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ছাত্র সমাজকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে জুম্ম জনগণের প্রকৃত মুক্তি আসবে বলে তিনি মত দেন।
পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণকে ধ্বংস করে দিতে শাসকগোষ্ঠী একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। জুম্ম জনগণের অধিকারকে হরণ করা হচ্ছে। জুম্ম জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কাঠামোকে ভেঙ্গে দেয়া হচ্ছে। এর থেকে মুক্তি পেতে গেলে ছাত্র-যুব সমাজের কঠিন থেকে কঠিনতর আন্দোলনে এগিয়ে আসতে হবে।
রাঙ্গামাটি শহর শাখার সভাপতি রিটেশ চাকমা বলেন, সরকার জুম্ম জনগণকে অধিকার দিতে ভয় পায়। ভয় পায় বলে জেএসএস ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উপর মিথ্যা মামলা, দমন-পীড়ন করে দিয়ে ধমিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। চুক্তি বাস্তবায়নে তালবাহানা করে চলেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ অধিকার আদায়ে বদ্ধ পরিকর । তারা অধিকার আদায়ের পথ থেকে পিছু হটবেনা।
কাউন্সিল ও সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সৌরভ চাকমা। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সুরেশ চাকমা। এছাড়াও শহর কমিটির অধীনস্থ বিভিন্ন শাখার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় যারা জীবন আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে রাজন তঞ্চঙ্গ্যকে সভাপতি, মিলন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুরেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখার ২৩তম কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় সহ সভাপতি কাজল চাকমা।