হিল ভয়েস, ২৯ ডিসেম্বর ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের শুকনাছড়ি, ললিত মোহন পাড়া ও বাবুড়ো পাড়া এলাকায় সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি যৌথ দল দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ২৮ ডিসেম্বর ২০২১ (মঙ্গলবার) বিকালে এ ঘটনা ঘটে।
তল্লাশির শিকার ব্যক্তিরা হলেন – জাগরণ চাকমা (৪৪), পিতা- ত্রিদেশ্বর চাকমা, গ্রাম-শুকনোছড়ির ও প্রবিনেন্দু চাকমা (৪২), পিতা- জগৎ জ্যোতি চাকমা, গ্রাম- বাবুড়ো পাড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩টার সময় সেনাবাহিনীর একটি দল এবং সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ১০/১২ জনের একটি সশস্ত্র দল ৫টি মাহেন্দ্র গাড়িযোগে শুকনোছড়ি, ললিত মোহন পাড়া ও বাবুড়ো পাড়া এলাকায় হানা দেয়। এ সময় সেনা ও সেনামদদপুষ্ট সন্ত্রাসীরা মিলে জাগরণ চাকমা ও প্রবিনেন্দু চাকমার বাড়ি ঘেরাও করে বাড়িতে থাকা নারীদের বাইরে বের করে দিয়ে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় মিশর নামে এক সেনামদদপুষ্ট সন্ত্রাসী জাগরণ চাকমার স্ত্রী শান্তি দেবী চাকমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেছেন, বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী ওই এলাকায় জনগণের ওপর নানা নির্যাতন ও হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে। গত ১৬ ডিসেম্বর শুকনোছড়িতে গ্রামবাসীদের নির্মিত গণপাঠাগার উদ্বোধনের সময় সাংস্কৃতি অনুষ্ঠানে সেনাবাহিনী সদস্যরা বাধা প্রদান ও তল্লাশি করেছে, গত ২৬ ডিসেম্বর ভোররাতে শুকনোছড়ি গ্রামে হানা দিয়ে ঘরবাড়িতে তল্লাশি ও দু’জনকে আটক করে নিয়ে গিয়ে হয়রানির পর ছেড়ে দেওয়া হয়।
সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের এমন অন্যায় কর্মকাণ্ডের ফলে গ্রামবাসীদেরকে আতঙ্কে দিনযাপন করতে হচ্ছে বলে এলাকাবাসীরা জানান।
তথ্যসূত্র: সিএইচটি নিউজ