শ্মশান পুনরুদ্ধারের দাবিতে মারমাদের মানববন্ধন

হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২১, রাঙ্গমাটি: রাঙ্গামাটির সদর উপজেলা বালুখালী ইউনিয়নের মারমা পাড়ায় সেটেলার কর্তৃক শ্মশান বেদখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে মারমা সম্প্রদায়ের লোকেরা বেদখলকৃত শ্মশান উদ্ধারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। এরপর বালুখালী মারমা পাড়ার মারমা জনগোষ্ঠীর লোকেরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ নভেম্বর সেটেলার ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি কয়েকজন নির্মাণশ্রমিক নিয়ে মারমাদের শ্মশানটি ঘিরে বেড়া দেন। এলাকার লোকজন বাধা দিতে গেলে তাদের বিভিন্ন হুমকি দেন তিনি। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ কাজ বন্ধ রাখতে বললেও ইসমাইল কাজ অব্যাহত রেখেছেন এবং এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্মশান উদ্ধারের ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হবে।

এলাকার কারবারি (গ্রামপ্রধান) অংচাই কারবারির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) তথ্য প্রচার সম্পাদক হ্লাপ্রু চাই মারমা, দপ্তর সম্পাদক বুলিচাই মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক কাজু কংচাই মারমা, সাবেক সভাপতি উসাইমং মারমা, ঘাতক দালাল নির্মূল কমিটির রাঙামাটি সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী।

তথ্যসূত্র : আজকের পত্রিকা

More From Author