হিল ভয়েস, ১৪ নভেম্বর ২০২১, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে ত্রৈমাসিক দেয়ালিকা ‘জুম পাহাড়’ উন্মোচন করা হয়েছে।
আজ রবিবার (১৪ নভেম্বর ২০২১) জুম পাহাড় উন্মোচন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা সঞ্চালনায় এবং সহ-সভাপতি টিকেল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা ও রাঙামাটি জেলা শাখার সভাপতি জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সোনারিতা চাকমা ও ত্রৈমাসিক দেয়ালিকা “জুম পাহাড়” প্রকাশনা পরিষদের সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীতি বিকাশ চাকমা।
এছাড়াও পিসিপি রাঙামাটি শহর শাখা, নান্যাচর থানা শাখা, রাঙামাটি সরকারি কলেজ শাখা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তুষার কান্তি বড়ুয়া পিসিপির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, একজন শিক্ষার্থীর জ্ঞান চর্চার জন্য এবং নিজস্ব মেধাকে ফুটিয়ে তোলার জন্য এধরনের প্লাটফর্মের ভূমিকা অপরিসীম। পাঠ্যবই পড়ার পাশাপাশি এ রকম দেয়ালিকা,পত্রিকা, ম্যাগাজিন প্রকাশনার মাধ্যমে সাহিত্যচর্চার ক্ষেত্রে শিক্ষার্থীদের তাদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি ভবিষ্যতে এরকম উদ্যোগ আরো গ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুমন মারমা বলেন, আমাদের ছাত্র সমাজ বর্তমানে বিভিন্ন ধরনের নেশা ও মোবাইল গেমিংয়ে ডুবে যাচ্ছে। এসব থেকে সরে এসে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাইরের বিভিন্ন বই পড়ে জ্ঞান অর্জন করে নিজেকে সমাজের জন্য যোগ্য হয়ে গড়ে তুলতে হবে এবং জুম পাহাড়কে জানতে হবে। জুম পাহাড়কে জানার মাধ্যম হচ্ছে “জুম পাহাড়” প্রকাশনা। তিনি আরো বলেন, জ্ঞান অর্জন করতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। অধ্যয়নের মাধ্যমে নিজেকে নৈতিক অধিকারী হয়ে দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ চাকমা শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি সাহিত্যেচর্চার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলে জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণাধিকার তথা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।
হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সোনারিতা চাকমা বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাজকে সঠিক ব্যাখা ও মূল্যায়ন করতে পারে না। শিল্প-সাহিত্য চর্চার মধ্য দিয়ে একটি সমাজের চিত্র ফুটে উঠে এবং একজন ব্যক্তি প্রকৃত অর্থে জাতি সমাজের সচিত্র অবস্থা তুলে ধরতে পারে। তাই দেয়ালিকায় লেখালেখির মাধ্যমে জুম্ম সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহবান জানান।