হিল ভয়েস, ৮ অক্টোবর ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট মগ পার্টি ও আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এলাকা থেকে এক নিরীহ জুম্মকে তুলে নিয়ে পার্শ্ববর্তী সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেনাবাহিনী ওই জুম্মকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম আপন তঞ্চঙ্গ্যা (৪০), পীং-মৃত স্বপ্নমনি তঞ্চঙ্গ্যা, গ্রাম-চাকোয়া পাড়া, ৭নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন। আপন তঞ্চঙ্গ্যা পেশায় একজন কৃষক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর ২০২১ বিকাল আনুমানিক ৫:৩০ টার দিকে সেনামদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন মারমা ন্যাশনাল পার্টি বা মগ পার্টির কম্যান্ডার সবুজ মারমা ও আওয়ামী যুবলীগের সদস্য প্রান্ত ঘোষের নেতৃত্বে সন্ত্রাসীদের একটি দল রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজার থেকে আপন তঞ্চঙ্গ্যাকে টেনে-হেঁচড়ে তুলে নিয়ে যায়। আপন তঞ্চঙ্গ্যা এসময় বাজারে নিজ ক্ষেতের শাক-শবজি বিক্রি করছিল।
এরপর মগ পার্টি ও যুবলীগের সন্ত্রাসীরা আপন তঞ্চঙ্গ্যাকে মোটর সাইকেলে তুলে কাপ্তাই সেনা জোনের ৫৬ ই বেঙ্গল রেজিমেন্টের জোন কম্যান্ডার লেঃ কর্নেল মো: আনোয়ার জাহিদ (পিএসসি) এর অধীনে রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়া নামক স্থানে নতুন স্থাপিত সেনা ক্যাম্পে দায়িত্বরত কম্যান্ডার মো: আব্দুল কুদ্দুস এর নিকট হস্তান্তর করে। সেনা সদস্যরা পরে একই দিন দিবাগত রাত ১২:০০ টার দিকে আপন তঞ্চঙ্গ্যাকে স্থানীয় চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করে।
মগ পার্টি ও যুবলীগের সন্ত্রাসীরা আপন তঞ্চঙ্গ্যাকে কেন তুলে নিয়ে গেল এবং সেনাবাহিনী কেন থানায় হস্তান্তর করল তা ভুক্তভোগী পরিবারের লোকজন জানে না। তাদের ধারণা, সেনাবাহিনী নিরীহ আপন তঞ্চঙ্গ্যাকে মিথ্যা মামলায় জড়িত করে পুলিশের নিকট হস্তান্তর করেছে।
উল্লেখ্য, সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগের প্রত্যক্ষ মদদে ও সহযোগিতায় সন্ত্রাসী সংগঠন মারমা ন্যাশনাল পার্টি বা মগ পার্টির সদস্যরা রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ায় ঘাঁটি গেড়ে অবস্থান করে থাকে বলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। সেখান থেকে তারা আশেপাশের এলাকায় ও অন্যত্র হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে থাকে।