হিল ভয়েস, ১১ সেপ্টেম্বর ২০২১, রাঙ্গামাটি: সেনাবাহিনী মদদপুষ্ট মারমা ন্যাশনাল পার্টি (মগ পার্টি) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকা থেকে এক আদিবাসী বাঁশ ব্যবসায়ীকে অপহরণের দুই দিন পর ৫ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম মিথোয়াই রাখাইন (৫৬), পীং-অজ্ঞাত। তার বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাইখালী বাজার পাড়া গ্রামে। তিনি পেশায় একজন বাঁশ ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ২০২১ দুপুর ২:০০ টার দিকে মগ পার্টির সেকেন্ড-ইন-কম্যান্ড হিসেবে পরিচিত মংক্যচিং মারমার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁকড়াছড়ি পাড়া নামক স্থান থেকে মিথোয়াই রাখাইনকে অপহরণ করে নিয়ে যায়। মিথোয়াই রাখাইন এসময় সেখানে গাড়িতে বাঁশ লোড করার কাজ করছিল।
জানা গেছে, অপহরণকারীরা মিথোয়াই রাখাইনকে তাদের আস্তানা হিসেবে পরিচিত রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ার দিকে নিয়ে যায়। পরে অপহৃতের স্ত্রী ও আত্মীয়স্বজনরা মগ পার্টির সদস্যদের সাথে দেখা করতে গেলে অপহরণকারীরা তাদের নিকট ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে অপহৃতের স্ত্রী ও আত্মীয়স্বজনরা অনেক কাকুতিমিনতি করার পর, গতকাল ১০ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১:০০ টার দিকে অপহরণকারীরা ৫ লক্ষ টাকার বিনিময়ে গুরুতর আহত অবস্থায় অপহৃত মিথোয়াই রাখাইনকে মুক্তি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।