হিল ভয়েস, ২৩ সেপ্টেম্বর ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই সদস্যকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২১ জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমার মাধ্যমে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা উক্ত দুই ইউপি সদস্যকে এই হুমকি প্রদান করে বলে খবর পাওয়া গেছে। সন্ত্রাসীরা চেয়ারম্যান সুদত্ত চাকমাকে এই হুমকির কথা উক্ত ইউপি সদস্যদের জানিয়ে দিতে বললে, চেয়ারম্যান সুদত্ত চাকমা আজ সরাসরি তা তাদেরকে জানিয়ে দেন।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের হুমকির শিকার দুই ইউপি সদস্য হলেন- মিলন তঞ্চঙ্গ্যা (৩৮), পীং-উমেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা, গ্রাম-হাজাছড়ি তঞ্চঙ্গ্যা পাড়া, তিনি ৮নং ওয়ার্ডের সদস্য এবং দীপঙ্কও তালুকদার, পীং-অজ্ঞাত, গ্রাম-ধুল্যাছড়ি, তিনি ৯নং ওয়ার্ডের সদস্য।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের অভিযোগ উক্ত দুই ইউপি সদস্য নাকি তাদেরকে এই পর্যন্ত কোনো সাহায্য-সহযোগিতা করছে না। সেকারণে সন্ত্রাসীরা উক্ত দুই ইউপি সদস্যের উপর ‘রেড এলার্ট’ জারি করেছে খবর পাঠায়। তারা চেয়ারম্যান সুদত্ত চাকমাকে এই দায়িত্ব দেয় যে, তিনি যেন তার ইউনিয়নের উক্ত দুই সদস্যকে এই হুমকির কথা জানিয়ে দেয়।
এদিকে সন্ত্রাসীদের এই হুমকির কথা শুনে উক্ত ইউপি সদস্যরা ও তাদের পরিবারের লোকজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।