হিল ভয়েস, ২৭ সেপ্টেম্বর ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরি রঞ্জন দে কর্তৃক একই বিদ্যালয়ের এক আদিবাসী মারমা স্কুল ছাত্রী (১৬)-কে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ২০২১, এই যৌন হয়রানির ঘটনা ঘটার পর মেয়েটি তার মা-বাবাকে জানালে বিষয়টি প্রকাশ পায়। অভিযুক্ত ওই শিক্ষক হরি রঞ্জন দে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত ওই শিক্ষক ছাত্রীটিকে রসায়ন ও জীব বিজ্ঞান দুটি বিষয়ে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ার ফাঁকে শিক্ষক হরি রঞ্জন দে প্রতিনিয়ত ছাত্রীটির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত বুলিয়ে যৌন হয়রানি করত। ছাত্রীটি ভয়ে ও লজ্জায় ব্যাপারটি কারো কাছে প্রকাশ করেনি।
সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ২০২১ ওই ছাত্রীটি শিক্ষক হরি রঞ্জন দে’র কাছে অ্যাসাইনমেন্ট সংশোধন করতে গেলে শিক্ষক হরি রঞ্জন দে কক্ষের ভেতরে ছাত্রীটিকে একা পেয়ে জড়িয়ে ধরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। পরে ছাত্রীটি কোনোমতে শিক্ষক হরি রঞ্জন দে’কে ঠেলে দিয়ে পালিয়ে যায়।
এরপর ছাত্রীটি ঘটনাটি মা-বাবাকে জানায়। মা-বাবা’র পরামর্শে ছাত্রীটি শিক্ষক হরি রঞ্জন এর বিরুদ্ধে প্রধান শিক্ষকের বরাবর লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং মং মারমা জানান, ভুক্তভোগী ছাত্রীটি আমার কাছে সহকারী শিক্ষক হরি রঞ্জন দে’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা ইতিমধ্যেই পরিচালনা কমিটির একটা সভা ডেকেছি। অভিযোগ যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে যৌন হয়রানিকারী সহকারী শিক্ষক হরি রঞ্জন দে’র বিচার ও অপসারণের দাবিতে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে “হরি রঞ্জন দে’র অবিলম্বে অপসারণ চাই” “হরি রঞ্জন দে’র পদত্যাগ চাই” পোস্টার টাঙিয়েছে। অন্যদিকে কিশোরী ক্লাব ও স্বপ্নের পাঠশালার উদ্যোগে হরি রঞ্জন দে’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল মানববন্ধনের আয়োজন করেছে বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার কথা জানা যায়নি।