হিল ভয়েস, ৭ সেপ্টেম্বর ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে দুই নিরীহ জুম্ম গ্রামবাসী বেদম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের শিকার দুই গ্রামবাসী হলেন- অংক্যজাই মারমা (৪২), পীং-মৃত মংহ্লাগ্য মারমা, গ্রাম-জগনাছড়ি পানছড়ি পাড়া, ১নং ওয়ার্ড, রাইখালী ইউনিয়ন ও আথুইমং মারমা (৩২), পীং-কালামং মারমা, গ্রাম-ঐ। তারা উভয়েই সাধারণ জুমচাষী ও দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ২০২১ সকাল আনুমানিক ১০:০০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়া নামক স্থানে নতুন স্থাপিত সেনা ক্যাম্পের দায়িত্বরত সুবেদার মো: নাজমুল এর নেতৃত্বে ১৫ জনের একটি সেনাদল পার্শ্ববর্তী জগনাছড়ি পানছড়ি পাড়া এলাকায় টহল অভিযানে যায়। ঐ সময় অংক্যজাই মারমা ও আথুইমং মারমা গ্রামের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো কিছু বোঝার আগেই সেনাদলটি সেখানে উপস্থিত হয়ে অংক্যজাই মারমা ও আথুইমং মারমাকে ধরে মারধর করতে থাকে। এক পর্যায়ে সেনা সদস্যরা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়।
এদিকে সেনা সদস্যদের মারধরের ফলে শারীরিকভাবে ব্যাপক জখম হয় অংক্যজাই মারমা ও আথুইমং মারমা। তারা জানে না, তাদের কী অপরাধ।