হিল ভয়েস, ৩১ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চৌংড়াছড়ি গ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে এক নিরীহ জুম্ম গ্রামবাসী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তির নাম টনক চাকমা (৩২), পীং-মৃত শুক্লচার্য চাকমা, গ্রাম-চিৎমরম ঘাট, চিৎমরম ইউনিয়ন, কাপ্তাই উপজেলা। তবে টনক চাকমা বর্তমানে চৌংড়াছড়ি গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছে। চৌংড়াছড়িতে সে মূলত জুমচাষ করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই সেনা জোনের একদল সেনা সদস্য ভোর রাতে চৌংড়াছড়ি গ্রাম এলাকায় টহল অভিযানে এসে ওঁৎ পেতে থাকে। এদিকে ভোর ৪:০০ টার দিকে কিছু গ্রামবাসী বিভিন্ন শাকশবজি বিক্রির উদ্দেশে বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় সেনাবাহিনীর সদস্যরা বাছবিচার না করে এলোপাতাড়িভাবে বাজারের দিকে যাওয়া গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে টনক চাকমা হাতে গুলি লেগে আহত হয়। এসময় টনক চাকমাসহ অন্যান্যরা ভয়ে যে যেদিকে পারে পালিয়ে যায়।
পরে গ্রামবাসীর সূত্রে জানা যায়, টহল অভিযানে আসা সেনাদলের সাথে পরানধন চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসী দলের এক সদস্যকে দেখতে পাওয়া যায়। পরানধন চাকমা জীবতলী চেয়ারম্যান পাড়ায় অবস্থিত সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের আস্তানায় অবস্থান করে বলে জানা যায়। তার বাড়ি পার্শ্ববর্তী কামিলাছড়ি গ্রামে।