হিল ভয়েস, ৩০ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এলাকায় এক নিরীহ জুম্ম খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ৩০ আগস্ট ২০২১ বিকাল আনুমানিক ৫:০০ টা-৫:৩০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
গুলিতে খুন হওয়া ব্যক্তির নাম থোয়াইঅংপ্রু মারমা (৬০), পীং-মৃত থোয়াইসাউ মারমা, গ্রাম-কুকিমারা পাড়া, ওয়াগ্গা ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে দিকে কুকিমারা পাড়ার আগে ঘাগড়া-বড়ইছড়ি সড়কের পাশে বড়তলী পাড়া থেকে সুমন তঞ্চঙ্গ্যা (২৫) নামে একজন সিএনজি ড্রাইভার কুকিমারা পাড়ার এক যুবককে ফোন করে বলে যে, কালো হাইয়েস্ট গাড়ি (মাইক্রোবাস) একটি আসছে, সেটিকে আটকাতে হবে।
সুমন তঞ্চঙ্গ্যার কথামত কুকিমারা পাড়ার জনৈক যুবক ঐ মাইক্রোবাসটিকে আটকানোর জন্য সড়কের পাশে দাঁড়ায় এবং গাড়িটিকে থামানোর চেষ্টা করে। সেই মুহূর্তে মাইক্রোবাসটি সেখানে এসে কিছুদূর গিয়ে থামায়। এমন সময় মাইক্রোবাসটিতে থাকা সংস্কারপন্থী সন্ত্রাসীরা যুবককে উদ্দেশ্য করে স্বয়ংক্রিয় হাতিয়ার দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তবে মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টাকারী সেই যুবকটির গায়ে গুলি না লেগে পার্শ্ববর্তী দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী থোয়াইঅংপ্রু মারমা’র গায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
ঘটনার পরপরই আশেপাশে থাকা লোকজন তৎক্ষণাৎ জড়ো হয়ে গাড়িটিকে ধাওয়া করে। গাড়িটি মুরালি পাড়ার বিজিবি চেকপোস্টে এসে থামে এবং গ্রামবাসীরা সেখানে পর্যন্ত গাড়িটিকে ধাওয়া করে চলে আসে। একপর্যায়ে সংস্কারপন্থী সন্ত্রাসীদের দুয়েকজন একে-৪৭, এম-১৬ রাইফেল নিয়ে গাড়ি থেকে বের হয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে থাকে, ‘সামনে যে আসবে তার মাথার খুলি উড়িয়ে দেওয়া হবে।’ এরপর নিরস্ত্র জনগণ আর এগুতে পারেনি।
এদিকে এই সময়ে মুরালী পাড়া বিজিবি চেকপোস্টে থাকা বিজিবি’র সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন এবং তারা কোন ভূমিকাই পালন করেনি বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটিতে সংস্কারপন্থী সন্ত্রাসীদের সাথে কয়েকজন বাঙালিকেও দেখা গেছে।
তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রামবাসীর কাছে সংস্কারপন্থী সদস্য ও বাঙালিদের পরিচয় জানতে চাইলে তারা এব্যাপারে কোনোকিছু বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী এক নিরীহ ব্যক্তিকে খুন করার পর সংস্কারপন্থী সন্ত্রাসীরা সশস্ত্রভাবে মুরালী পাড়া বিজিবি চেকপোস্টে অবস্থান করা সত্ত্বেও বিজিবি সদস্যদের কর্তৃক দেখেও না দেখার ভান করার ভূমিকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।