হিল ভয়েস, ১১ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের বাঘছড়ি দজর এলাকা থেকে নিরীহ জুম্ম গ্রামবাসী তিন ভাইকে অপহরণ ও মারধর এবং অপহরণের দুই দিন পর স্থানীয় সেনা ক্যাম্পে হস্তান্তর করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ আগস্ট ২০২১ সেনাবাহিনী মারধর করার পর উক্ত তিন গ্রামবাসীকে তাদের আত্মীয়দের নিকট ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
অপহরণ ও মারধরের শিকার উক্ত তিন ব্যক্তি হলেন- (১) অমর কুমার চাকমা (৩৮), পীং-মৃত আনন্দ হৃদয় চাকমা, (২) রূপ কুমার চাকমা (২৮), পীং-ঐ ও (৩) কাজল কুমার চাকমা (২৩), পীং-ঐ। তাদের বাড়ি জুরাছড়ি উপজেলাধীন দুমদুম্যা ইউনিয়নের হাফ ফিলিং এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট ২০২১ উক্ত তিন ভাই জায়গা ক্রয়ের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে যাচ্ছিলেন। যাওয়ার পথে জীবতলী ইউনিয়নের বাঘছড়ি দজর এলাকায় পৌঁছলে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি দল বন্দুক তাক করে তাদের তিনজনকে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায় এবং তাদের আস্তানায় আটক করে রাখে। আটকের সময় সন্ত্রাসীরা বারবার জেএসএস সদস্যরা কোথায় থাকে তা জানতে চায় এবং অপহৃতদের ব্যাপক মারধর করে।
আটকের পরদিন ৭ আগস্ট ২০২১ আটককৃতদের আত্মীয়-স্বজন জীবতলী এলাকায় আসে এবং আটককৃতদের খোঁজ নিয়ে তাদের মুক্ত করার চেষ্টা করে। কিন্তু তারা সফল হয়নি।
এদিকে আটকের দুই দিন পর, গত ৯ আগস্ট ২০২১ বেলা ১১:০০ টার দিকে সন্ত্রাসীরা আটককৃত তিন ভাইকে পার্শ্ববর্তী জীবতলী সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে ক্যাম্পের জনৈক কম্যান্ডারের নিকট হস্তান্তর করে। এসময় সেনা সদস্যরাও অমর কুমার চাকমাকে মারধর করে।
ঐদিনই আটককৃতদের আত্মীয়-স্বজন সেনা ক্যাম্পে যোগাযোগ করলে জীবতলী সেনা ক্যাম্পের কম্যান্ডার জামিনদার হিসেবে আত্মীয়-স্বজনদের নিকট আটককৃতদের ছেড়ে দেয়।