হিল ভয়েস, ১১ জুলাই ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালি ইউনিয়ন এলাকায় টহল অভিযান চালানোর সময় এক জুম্ম নারী শিশু (১৩) যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি কাইন্দ্যা জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই ২০২১ জুরাছড়ি উপজেলার জুরাছড়ি সেনা জোনের অধীন কুকী পাড়া সেনা ক্যাম্পের ২৪ জনের একটি সেনা দল রাঙ্গামাটির বালুখালি ইউনিয়নের বাদলছড়ি, দুত্তাং, কাইন্দ্যা, এগুজ্যাছড়ি ইত্যাদি এলাকায় টহল অভিযানে যায়। এক পর্যায়ে দুপুরে বালুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সঞ্চয় চাকমার বাড়ীর পার্শ্বে দোকান ঘরে বিশ্রাম করে। এরপর বিকাল ৩:০০ টার দিকে সেখান থেকে তারা বাদল হাট ছড়া, সাগর বান্দা এলাকায় চলে যায় এবং তৎসংলগ্ন এলাকায় রাত্রিযাপন করে।
এরপর ১০ জুলাই ২০২১ বিকেলের দিকে উক্ত সেনাদলটি সাগর বান্দা এলাকায় এক যুদ্ধের মহড়া পরিচালনা করে। এসময় জীবন চাকমা নামে এক গ্রামবাসীর ১৩ বছরের এক কন্যা শিশু নিজ বাড়িতে জনৈক সেনা সদস্য কর্তৃক যৌন হয়রানির শিকার হয় বলে গ্রামবাসীর সূত্রে অভিযোগ পাওয়া যায়। এই ঘটনার পরপরই সন্ধ্যা আনুমানিক ৬:০০ টার দিকে সেনাদলটি ঘটনাস্থল ত্যাগ করে কাইন্দ্যা সেতুর অভিমুখে এবং পরে নিজেদের ক্যাম্পের দিকে চলে যায় বলে জানা যায়।