হিল ভয়েস, ৯ জুলাই ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট মগপার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়ন এলাকায় পঞ্চাশোর্ধ এক জুম্ম গ্রামবাসীকে অপহরণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পাাওয়া গেছে।
সেনামদদপুষ্ট অনলাইন পত্রিকা পার্বত্য নিউজ.কম ও সিএইসটি টাইমস ২৪.কম সহ তকতিপয় প্রচার মাধ্যম এই ঘটনাকে মগপার্টি ও জেএসএস (সন্তু লরমা) এর মধ্যে গুলি বিনিময় এবং এতে এক জেএসএস কর্মী নিহত হয়েছে বলে অপপ্রচার করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ৮ জুলাই ২০২১ এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত ব্যাক্তির পরিচয় অংথোয়াইচিং মারমা (৫২), পীং- মৃত মংসাখই মারমা, গ্রাম গবছড়া পাড়া, রাইখালি ইউনিয়ন। তিনি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ৭.০০ টার দিকে মংখ্যাউচিং মারমার নেতৃত্বে মগ পার্টির ২০/২২ জনের একটি দল অংথোয়াইচিং মারমাকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী ভালুক্যা মারমা পাড়ায় নিয়ে যায়। এক পর্যায় বিকাল আনুমানিক ৪.০০ টা থেকে ৫.০০ টার দিকে মগপার্টির সন্ত্রাসীরা অংথোয়াইচিং মারমাকে গুলি করে হত্যা করে।
পরে সন্ধ্যা আনুমানিক ৭.০০ টার দিকে রাজস্থলী সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য মগ পার্টির কাছ থেকে লাশটি উদ্ধার করে রাজস্থলী সেনা ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেনাবাহিনী লাশটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করে।
এদিকে ঘটনার পরপরই সেনামদদপুষ্ট অনলাইন পত্রিকা হিসেবে পরিচিত পার্বত্য নিউজ.কম- এ উক্ত ঘটনাটি মগপার্টি ও জেএসএস(সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে বলে প্রচার করে। পরে সিএইসটি টাইমস ২৪.কম সহ কয়েকটি অনলাইন মাধ্যমেও ঘটনাটিকে সেভাবে তুলে ধরে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী পার্বত্যনিউজ.কম ও সিএইসটি টাইমস ২৪.কম এর উক্ত প্রচারণাকে উদ্দেশ্যপ্রনোদিত এবং সত্যের অপালাপ বলে অভিহিত করেন।
উক্ত গ্রামবাসীরা ঘটনাটিকে সেনাবাহিনী কর্তৃক দীর্ঘদিন ধরে মগ পার্টিকে জেএসএস ও চুক্তির সমর্থক জনগণের বিরুদ্ধে কাজ করাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার ফল বলে অভিহিত করেন।