রাজস্থলীতে সেনাসমর্থিত মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক দুই জুম্ম গ্রামবাসী অপহৃত, পরে মুক্তি

হিল ভয়েস, ১৬ জুন ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী সমর্থিত মগ পার্টির সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার থেকে প্রকাশ্য দিবালোকে দুই নিরীহ গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ ১৬ জুন ২০২১ সকালের দিকে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। তবে, ব্যাপক নির্যাতনের ফলে জখম অবস্থায় বিকাল আনুমানিক ৪:৩০ টার দিকে অপহৃত দুই ব্যক্তি মুক্তি পেয়েছেন বলে একটি সূত্রে খবর পাওয়া গেছে।

অপহরণের শিকার দুই ব্যক্তি হলেন জ্বলন্ত কুমার তঞ্চঙ্গ্যা (৪২), পীং-বিজু মোহন তঞ্চঙ্গ্যা, গ্রাম-শীলছড়ি পাড়া এবং বিষু ত্রিপুরা (৩৫), পীং-রামসিং ত্রিপুরা, গ্রাম-নাড়াইছড়ি-আগা সম্ভু পাড়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ছিল রাজস্থলী বাজারের হাটের দিন। সকালে কেনাকাটার উদ্দেশ্যে জ্বলন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও বিষু ত্রিপুরা অনেকের মত নিজেরাও বাজারে আসে। সকাল আনুমানিক ৯:০০ টার দিকে সেখানে উপস্থিত হয় মগ লিবারেশন পার্টি (মগ পার্টি) এর একদল সশস্ত্র সদস্য। এক পর্যায়ে মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে বাজারে অবস্থানরত সেনা ও পুলিশ সদস্যদের সামনে থেকেই বাজারে আসা জ্বলন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও বিষু ত্রিপুরাকে ধরে মারধর করতে করতেই অপহরণ করে নিয়ে যায়।

গ্রামবাসীদের সূত্র অনুযায়ী, মগ পার্টির সন্ত্রাসীরা অপহৃতদের তাদের কথিত আস্তানা পোয়াইতু পাড়ার দিকে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, অপহরণকারীরা বিকাল আনুমানিক ৪:৩০ টার দিকে অপহৃত দুই গ্রামবাসীকে জখম অবস্থায় ছেড়ে দিয়েছে একটি সূত্রে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকায় মগ পার্টির সশস্ত্র ঘাটি থাকার কথা জানা গেছে। শুরু থেকে স্থানীয় সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগ এই মগ পার্টিকে মদদ ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সেনাবাহিনী কর্তৃক স্থানীয় জুম্ম ও বাঙালি মুরুব্বিদের ডেকে সন্ত্রাসী সংগঠন ‘মগ লিবারেশন পার্টি’কে সহযোগিতা করার পরামর্শ দেয়া হয়েছে বলে গোপন সূত্রে খবর পাওয়া গেছে। সহযোগিতা না করলে অসুবিধা হবে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২১ রাত আনুমানিক ৯:০০ টার দিকে সেনাবাহিনী কর্তৃক রাজস্থলীর স্থানীয় কিছু জুম্ম ও বাঙালি মুরুব্বিদের ডেকে বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে আয়োজিত এক গোপন বৈঠকে এই পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের টুআইসি মেজর মো: মাহমুদ।

More From Author