হিল ভয়েস, ২৭ জুন ২০২১, বাঘাইছড়ি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার শিজক খাগড়াছড়িতে বিজিবি কর্তৃক এক বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা এবং বিহারের জায়গা বেদখলের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২১ তারিখ, শনিবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিভুক্ত কোজোইছড়ি বিজিবি ক্যাম্পের ১২জন বিজিবি সদস্য কর্তৃক শিজক খাগড়াছড়ি বনবিহারে গিয়ে অত্র বিহারের অধ্যক্ষ তারেং ভিক্ষুকে বিহারের প্রাচীর নির্মাণ কার্য বন্ধ করতে এবং ইতিমধ্যে যেটুকু ওয়াল দেয়া হয়ে গেছে সেগুলো ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।
জানা গেছে, আজ ২৭ জুন ২০২১ তারিখ, সকালে আবার বিজিবি সদস্যরা উক্ত জায়গা পরিদর্শনে আসে। এসময় বিজিবি সদস্যরা যখন দেখে তাদের নির্দেশমতো বিহারের চারপাশে ইতিমধ্যে যেটুকু ওয়াল দেয়া হয়ে গেছে সেগুলো ভেঙ্গে ফেলা হয়নি তখন কয়েকজন বিজিবি সদস্য জোরপূর্বক ওয়ালগুলো লাঠি মেরে ভেঙে দেয় এবং হুমকি দেয় যে, উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে উক্ত বিহারের কোন প্রকারের সীমানা প্রাচীর স্থাপনা করা যাবে না। যদি তাদের এই নির্দেশনা অমান্য করে জোরপূর্বক বিহারের সীমানা প্রাচীর স্থাপনার কার্য চলমান থাকে তাহলে সে সাধারণ জনগণ হোক অথবা বৌদ্ধ ভিক্ষু হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
শিজক খাগড়াছড়ি বনবিহারের অধ্যক্ষ তারেং ভান্তে থেকে জানা যায় যে, বিহারের নিরাপত্তার স্বার্থে উক্ত সীমানা প্রাচীরটি স্থাপন করা হচ্ছিল। এছাড়া তিনি আরও বলেন, সেনাক্যাম্প স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উক্ত বিহারের জায়গা বেদখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে প্রশাসন। প্রায় সময়ই তাঁকে প্রশাসনের বিভিন্ন মহল থেকে জায়গা থেকে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, আগামীকাল বিজিবি ও সেনাবাহিনী কর্তৃক যৌথবাহিনীর একটি দল উক্ত জায়গাটি পরিদর্শনে যাবে বলে জানা গেছে।