হিল ভয়েস, ৯ জুন ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যের গুলিতে এক নিরীহ জুম্ম গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ৯ জুন ২০২১ দুপুর আনুমানিক ১২:৫০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
আহত ব্যক্তির নাম অমর জীবন চাকমা (৪১), পিতা-ভৃগুধর চাকমা, গ্রাম-জীবতলী শনখলা আদাম, ১নং ওয়ার্ড, বাঘাইছড়ি ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ সময় বাঘাইছড়ির ২৭ বিজিবি মারিশ্যা জোনের একদল সদস্য জোন এলাকা থেকে পূর্বদিকে লক্ষ্য করে টার্গেট শুটিং করছিল। এক পর্যায়ে বিজিবি সদস্যদের বেপরোয়াভাবে ছোঁড়া গুলি পায়ের নিচের অংশে লেগে গুরুতরভাবে আহত হন অমর জীবন চাকমা। এসময় অমর জীবন চাকমা নিজের বাড়িতেই অবস্থান করছিলেন।
এরপর আহত অমর জীবন চাকমার পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিজিবি জোনে জানানো হয় এবং আহত ব্যক্তির দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এর জবাবে বিজিবি কর্তৃপক্ষ প্রথমে আহত ব্যক্তির চিকিৎসা দিতে অস্বীকার করে এবং বিষয়টি তারা তদন্ত করবে বলে জানায়।
এরপর আহত ব্যক্তির পারিবারিক দুরবস্থার কথা বিবেচনা করে, ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য টুকুমনি চাকমাসহ কয়েকজন গ্রামের মুরুব্বি বিজিবি জোনে গিয়ে জোন কর্তৃপক্ষকে আহত ব্যক্তির দ্রুত চিকিৎসার দাবি জানায়।
জানা গেছে, এরপর বিজিবি কর্তৃপক্ষ আহত ব্যক্তিকে জোনে তাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে এবং গুলিটি বের করে দেয়। এরপর আজই আহত অমর জীবন চাকমাকে বাড়িতে নিয়ে আসা হয়।
আসার সময় বিজিবি কর্তৃপক্ষ আহত অমর জীবন চাকমাকে পকেট খরচ ও যাতায়াত বাবদ ১২০০ টাকা প্রদান করে বলে জানা যায়।