হিল ভয়েস, ১৪ মে ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল উপজেলার সুবলং ইউনিয়নে এক জুম্মর বিবাহ অনুষ্ঠান ঘেরাও এবং বিয়ে বাড়ি তল্লাশি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সেনা সদস্যরা সন্ত্রাসী খোঁজার নামে জনসংহতি সমিতি (জেএসএস) ও যুব সমিতির কয়েকজন সদস্যকে খোঁজার অজুহাতে অতর্কিতে এই বিয়ে অনুষ্ঠান ঘেরাও এবং বিয়ে বাড়ি তল্লাশি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৩ মে ২০২১ দুপুরের দিকে সুবলং ইউনিয়নের বাঘাছোলা গ্রামে সুভাষ কান্তি চাকমার নিজ বাড়িতে তার বিবাহ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে দুপুর আনুমানিক ১:২০ টার দিকে সুবলং ২০ বীর সেনা জোন থেকে সেনাবাহিনীর ১৩ জনের একটি দল উক্ত বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে অনুষ্ঠানস্থল ঘেরাও করে এবং এর পরপরই বিনা অনুমতিতে বিয়ে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়।
এসময় বিয়ে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনুষ্ঠানের ব্যাঘাত ঘটে।
এসময় সেনা সদস্যরা উপস্থিত লোকজনকে মোবাইলে জনসংহতি সমিতি ও যুব সমিতির কয়েকজন সদস্যের ছবি দেখিয়ে এবং নাম উল্লেখ করে, এদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করে তাদের চিনেন কিনা জিজ্ঞাসাবাদ ও নানা প্রশ্ন করে হয়রানি করে।
জানা গেছে, সেনা সদস্যরা যে পাঁচজনকে সন্ত্রাসী বলে খোঁজ করেন, তারা হলেন- (১) কামনাশীষ চাকমা, সদস্য, জেএসএস, সুবলং ইউনিয়ন কমিটি; (২) স্মৃতিবিন্দু চাকমা, সদস্য, ঐ; (৩) বিনিময় চাকমা, সদস্য, ঐ; (৪) সুশীল জীবন চাকমা, সভাপতি, যুব সমিতি, সুবলং ইউনিয়ন কমিটি ও (৫) ছোটন চাকমা, সদস্য, যুব সমিতি, সুবলং ইউনিয়ন কমিটি।