হিল ভয়েস, ১৪ মে ২০২১, বান্দরবান: সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অনুপ্রবেশকালে মিয়ানমারের নাগরিক ৪৫ জন রোহিঙ্গাকে সেনাবাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে। গত ৯ মে ২০২১ রোববার ভোর সকালে এই আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আটককৃত রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজের সন্ধানে পার্বত্য চট্টগ্রাম এলাকার বান্দরবানে প্রবেশ করার চেষ্টা করছিল বলে জানা গেছে। তবে সেনাবাহিনীর দুটি চেকপোস্টে তাদের আটক করে বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃত রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজের সন্ধানে বান্দরবানের আলীকদম উপজেলা ও থানচি উপজেলায় ট্রাক যোগে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আসার সময় সেনাবাহিনীর দুটি চেকপোস্টে প্রথম ধাপে ২৬ জন এবং দ্বিতীয় ধাপে ১৯ জন রোহিঙ্গা আটক করা হয়। পরে আরও ১ জন আটক হয়।
জানা গেছে, প্রথম ধাপে আলীকদম-চকরিয়া-ফাঁসিয়াখালী সড়কে কানামাঝি সেনা ক্যাম্প এর চেকপোষ্ট থেকে আটক করা হয় ২৬ জন রোহিঙ্গা শ্রমিক। এরপর দ্বিতীয় ধাপে থানচি থেকে আলীকদম উপজেলায় প্রবেশ মুখে আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর ২৬ কিলো চেক-পোস্ট থেকে আরও ১৯ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করে সেনাবাহিনী। থানচি থেকে আলীকদমে প্রবেশ মুখে রোহিঙ্গা শ্রমিক পরিবহনকারী ট্রাকের ড্রাইভার মো: রুবেল হোসেন এবং তার চট্টমেট্রো ঢ-১১০৬৭৩ নাম্বারের ট্রাকটিও আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরো এক রোহিঙ্গাকেও আটক করা হয়।
ঐদিনই সকালের দিকে সেনাবাহিনী আটককৃতদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
জানা গেছে, একটি সূত্র বান্দরবানে রোহিঙ্গা প্রবেশ করছে বলে সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী চেকপোস্ট থেকে ওই রোহিঙ্গাদের আটক করে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আলীকদম ও থানচি উপজেলায় প্রায়ই রোহিঙ্গা শ্রমিকরা আনাগোনা করে থাকে বলে অভিযোগ পাওয়া যায়। তারা সেখানে কাজের সুবাদে আসে এবং কাজ শেষ হলে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। বর্তমানে সেনাবাহিনীর মাধ্যম আলীকদমে পোয়ামুহুরী সড়ক এর নির্মাণ ও থানচি উপজেলার বাকলাই সড়ক নির্মাণ এর মেগা প্রকল্পের কাজ চলছে। সেখানে ঠিকাদারের মাধ্যমে রোহিঙ্গা শ্রমিকরা কাজ করতে আসে এবং তাদেরকে কম টাকায় কাজ করান ঠিকাদাররা।
একটি সূত্র জানায়, আটককৃত রোহিঙ্গারা কাজের জন্য থানচিতে ১ মাস আগে আসে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক ও জোনাল স্টাফ অফিসার ইমতিয়াজ জামান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনী উক্ত দুটি চেকপোষ্টে অভিযান পরিচালনা করে এই রোহিঙ্গা শ্রমিকদের আটক করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, সেনা চেকপোস্ট থেকে আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।