হিল ভয়েস, ২০ এপ্রিল ২০২১, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেনা ও পুলিশের চেকপোস্টে অস্ত্রসহ মগ লিবারেশন পার্টির দুই সদস্য যার মধ্যে একজন আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সেনা ও পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে দেশীয় বন্দুক ও কার্তুজসহ মোবাইল ফোন ও টাকা পেয়েছে বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তিরা হচ্ছেন মগ লিবারেশন পার্টির কালেক্টর (অর্থ সংগ্রাহক) মংএচিং মার্মা (৫২) এবং মগ পার্টির সদস্য ও আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন কমিটির সভাপতি হাইসিং মং মার্মা ওরফে কালা মার্মা (৪০)। তারা উভয়েই রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাইতং পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল ২০২১ রাতে মগ পার্টির উক্ত দুই সদস্য মোটর সাইকেল যোগে বান্দরবানের উদ্দেশে রাজস্থলী থেকে রওনা দেয়। রাত আনুমানিক ৩:৩০ টার দিকে বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলুপাড়া চেকপোস্ট অতিক্রম করার সময় সেনা ও পুলিশ সদস্যরা তাদের চেক করার জন্য থামতে বলে। কিন্তু তারা না থেমে আরো জোরে মোটর সাইকেলটি চালানোর চেষ্টা করলে মোটর সাইকেলসহ তারা রাস্তায় পড়ে যায়। এসময় সেনা ও পুলিশ সদস্যরা তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, দুটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০০ টাকা জব্দ করে।
জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় পুলিশের নিকট তারা মগ লিবারেশন পার্টির সদস্য বলে দাবি করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রাঙ্গামাটির রাজস্থলীতে অবস্থানকারী মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীদের স্থানীয় প্রশাসন ও সরকারি দল আওয়ামীলীগ মদদ ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে বলে জনগণের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।