হিল ভয়েস, ১২ এপ্রিল ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ সামরিক অভিযান চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। একদিকে পাহাড়ে আদিবাসীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসু, বিষু, বিহু, সাংক্রান এর শুরু, অপরদিকে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় ধাক্কা, এরই মাঝে সেনা ও বিজিবির এই অভিযান এলাকার জনগণকে উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ২০২১ দুপুর আনুমানিক ১২:৩০ টার দিকে সেনাবাহিনীর দুর্ভেদ্য ২১ বীর মাইনী (লংগদু) জোন, ১২ বীর বাঘাইহাট সেনা জোন ও চিন্তারামছড়া বিজিবি ক্যাম্প এর সেনাবাহিনী ও বিজিবি’র ৫০-৬০ জনের একটি দল সার্বোয়াতলী ইউনিয়নের যৌথখামার ও শীলমুড়ো নামক রাস্তার মাঝখানে অবস্থিত এলাকায় তাবু টাঙিয়ে অবস্থান গ্রহণ করে।
গতকাল ১১ এপ্রিল ২০২১ এই দলটি তাংগুম ও মাওতাংসহ আশেপাশের এলাকায় টহল অভিযান চালায়। জানা গেছে, উক্ত দলে নেতৃত্ব দিচ্ছেন বাঘাইছড়ির সিজক বৌদ্ধ বিহার এলাকায় জোরপূর্বক স্থাপিত নতুন সেনা ক্যাম্পের জনৈক ক্যাপ্টেন। বর্তমানে ঐ সেনাক্যাম্পে কম্যান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন লে: কর্ণেল মো: মিরাজ হায়দার চৌধুরী।
এছাড়া গতকাল ১১ এপ্রিল ২০২১ সেনাবাহিনীর আরেকটি দল সার্বোয়াতলী ও যৌথখামারের মাঝখানে সেগুনবাগানে যায় এবং সার্বোয়াতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রিয় কান্তি চাকমার রাবার বাগানে তাবু টাঙিয়ে অবস্থান গ্রহণ করে বলে জানা গেছে।
জানা গেছে, আজ (১২ এপ্রিল ২০২১) সকাল ৮:০০ টা থেকে দুপুর প্রায় ১:০০ টা পর্যন্ত সময়ে সেনা ও বিজিবি’র যৌথ দল মোজপজ্যো, গলাচিবা, আর্যপুর রাবান বাগান, সিজক কলেজ এলাকায় টহল অভিযান চালায়। এসময় সেনা ও বিজিবি সদস্যরা পথচারি জনগণকে নানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে হয়রানি করে।
নতুন স্থাপিত সিজক সেনা ক্যাম্প এর সেনাবাহিনী এই টহল ও তল্লাশি অভিযান চালানোর সময় যৌথবাহিনীকে খাদ্য, পানীয়সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করছে বলে জানা গেছে।