হিল ভয়েস, ২২ এপ্রিল ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বিজিবি জোনের একদল বিজিবি সদস্য বাঘাইছড়ি ইউনিয়ন এলাকার ৫ নিরীহ জুম্মকে আটক করে নিয়ে গেছে এবং ১৪টি জুম্মর দোকানে ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিজিবি সদস্যরা ওই এলাকার জুম্মদের দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছে।
আজ ২২ এপ্রিল ২০২১ সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কম্যান্ডার লে: কর্ণেল মো: আনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ৩০/৪০ জনের একদল বিজিবি সদস্য বাঘাইছড়ি ইউনিয়নের তলে বাঘাইছড়িতে এলাকায় যায়। এসময় বিজিবি সদস্যরা প্রথমে তলে বাঘাইছড়ি এলাকার স্থানীয় ১৪টি জুম্মর দোকানে ব্যাপক তল্লাশি চালায়, জিনিসপত্র তছনছ করে দেয় এবং দোকানদার ও দোকানে থাকা অন্যান্য ব্যক্তিদেরকে হয়রানিমূলক নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে।
এক পর্যায়ে সেনা সদস্যরা সেখানে থাকা ৭ জুম্ম গ্রামবাসীকে আটক করে নিয়ে যায় এবং তল্লাশিকৃত জুম্ম দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেয়। তবে আটককৃত ৭ জনের মধ্য থেকে ফেরার পথে বিজিবি সদস্যরা দুই জুম্মকে ছেড়ে দেয় বলে জানা যায়।
তলে বাঘাইছড়ি থেকে ফেরার সময় বিজিবি সদস্যরা একই ইউনিয়নের মধ্য বাঘাইছড়ি এলাকা থেকে আরও দুই জুম্মকে আটক করে নিয়ে যায় বলে জানা যায়।
আটককৃত ব্যক্তিরা হলেন-(১) সূর্যসেন চাকমা (৩২), পীং-যাত্রামোহন চাকমা, গ্রাম-তলে বাঘাইছড়ি; (২) সুরেশ চাকমা (৩৬), পীং-রজনীকান্ত চাকমা, গ্রাম-ঐ; (৩) এন্ট চাকমা(৩৭), পীং-বিজয়কুমার চাকমা, গ্রাম-ঐ; (৪) লিটন চাকমা, পীং-অনন্তলাল চাকমা, গ্রাম-ঐ; (৫) সুকেশ চাকমা চিত্তি (৩৬), পীং-প্রদীপ চাকমা, গ্রাম-ঐ; (৬) অশেষ চাকমা (৩৫), পীং-অমলেন্দু চাকমা, গ্রাম-মধ্য বাঘাইছড়ি; (৭) স্বপন চাকমা (২১), পীং-ভাগ্যধন চাকমা, গ্রাম-ঐ।
তল্লাশির শিকার দোকানগুলি হল- (১) পূণ্য চাকমা (৫৫), গ্রাম-তলে বাঘেইছুড়ি; (২) গগণ বিকাশ চাকমা (৪০), গ্রাম-ঐ; (৩) পিল্টু চাকমা (৫৫), গ্রাম-ঐ; (৪) রিকো চাকমা, গ্রাম-ঐ; (৫) প্রাঞ্জন চাকমা (২৭), গ্রাম-ঐ; (৬) সুজন চাকমা, গ্রাম-ঐ; (৭) প্রদীপ চাকমা (৫৫), গ্রাম-ঐ; (৮) নিশিমণি চাকমা (৫০), গ্রাম-ঐ; (৯) মোক্কে (৩৮), গ্রাম-ঐ; (১০) দিগন্ত চাকমা (৪৫), গ্রাম-ঐ; (১১) অমরশান্তি চাকমা (৫০), গ্রাম-ঐ; (১২) বাধইয়ে চাকমা (৪৫), গ্রাম-ঐ; (১৩) সমরবিন্দু চাকমা (৫৫), গ্রাম-ঐ; (১৪) প্রকাশ চাকমা (৫৫), গ্রাম-ঐ।
এদিকে, বিজিবি কর্তৃক এই হঠাৎ তল্লাশি, হয়রানি ও ৭ জুম্মকে আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, কোন যুক্তি ছাড়া বিজিবি কর্তৃক যখন তখন তল্লাশি, জিনিসপত্র তছনছ করণ এবং জুম্ম গ্রামবাসীদের আটক করে নিয়ে যাওয়া মানবাধিকার লংঘন ছাড়া আর কিছু নয়। নিরাপত্তা বাহিনীর এহেন আচরণ মানুষের স্বাভাবিক জীবন-জীবিকায় গভীর প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
কী কারণে তল্লাশি চালানো হলো এবং জুম্মদের আটক করে নিয়ে যাওয়া হলো এলাকাবাসী তা জানেন না বলে জানান।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ২০২১ তারিখও বাঘাইছড়ির শিজকমুখ সর্বজনীন বৌদ্ধ বিহারের বেদখলকৃত জায়গায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পের সেনাবাহিনী বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা নামক জায়গায় ৭টি জুম্মর দোকানে ব্যাপক তল্লাশি চালায় বলে অভিযোগ পাওয়া যায়।