হিল ভয়েস, ৯ এপ্রিল ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলার যৌথ খামার এলাকায় সেটেলার বাঙালি মো: জাহাঙ্গীর আলম কর্তৃক নীল মোহন চাকমা নামে এক জুম্মর জমি বেদখল করে তাতে বাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো: জাহাঙ্গীর আলম কয়েক বছর আগে যৌথ খামার এলাকায় একজনের কাছ থেকে বাগানসহ একটি টিলা ক্রয় করেন। গতকাল ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার মো: জাহাঙ্গীর আলম আরও কয়েকজন সেটেলার বাঙালি নিয়ে তার ক্রয়কৃত জায়গার পাশে অবস্থিত নীল মোহন চাকমার জমি জোরপূর্বকভাবে দখল করে সেখানে বাঁধ নির্মাণ করেন।
খোঁজ নিয়ে আরো জানা যায়, ২০১৯ সালেও মো: জাহাঙ্গীর আলম বাঁধ নির্মাণ করে নীল মোহন চাকমার জায়গাটি বেদখল করার চেষ্টা করলে জায়গার মালিক ইউএনও’র বরাবরে লিখিত অভিযোগ দিলে ইউএনও বাঁধটি ভেঙে ফেলার নির্দেশ দেন। ফলে সে সময় বাঁধটি ভেঙে ফেলা হয়।
আজ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এই মো: জাহাঙ্গীর আলম কর্তৃক অন্যায়ভাবে নীল মোহন চাকমার ভূমি দখল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এব্যাপারে ও ভূমি বেদখলকারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বেদখলকারী সেটেলার জাহাঙ্গীর আলমের বাড়ি পানছড়ি সাঁওতাল পাড়ায়। তার পিতার নাম বাদশা মিয়া।