হিল ভয়েস, ১৬ এপ্রিল ২০২১, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলাধীন তাহিরপুর উপজেলার তাহেরপুর ইউনিয়নে স্থানীয় একদল মুসলিম যুবক একটি হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ এপ্রিল ২০২১ বুধবার দুপুরের দিকে উপজেলার টাকাটুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হাতে বৃদ্ধ, নারীসহ অন্তত আট জন আহত হয়। তবে পুলিশ এখনো হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টাকাটুকিয়া গ্রামের বর্মণপাড়ার স্কুলপড়ুয়া ছাত্রীদের তাহিরপুরের টুকেরগাঁও গ্রামের কাশেম মিয়া, লাইট মিয়া, মুসা মিয়া, পাবেল মিয়াসহ এলাকার কয়েকজন চিহ্নিত বখাটে যুবক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসত। এ ঘটনায় চার মাস আগে সালিস অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে এমন কাজ করবে না বলে সালিসে অঙ্গীকার করে বখাটে যুবকরা কথা দেন। কিন্তু এ ঘটনার পর আরো বেপরোয়া হয়ে ওঠে বখাটেরা। তারা সংগঠিত হয়ে টাকাটুকিয়া গ্রামের বর্মণপাড়ায় এসে মেয়েদের উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। তাদের এ কর্মকান্ডে গ্রামের কয়েকজন যুবক প্রতিবাদ করে।
ঐদিন দুপুরে টাকাটুকিয়া গ্রামের দেবেন্দ্র বর্মণের ছেলে প্রতিবাদী সঞ্চিত বর্মনকে রাস্তায় একা পেয়ে মারধর করে ওই বখাটেরা। সঞ্চিতের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় তারা। এক পর্যায়ে বখাটেদের সঙ্গে টুকেরগাঁও গ্রামের ২০-২৫ জন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে টাকাটুকিয়া গ্রামের দেবেন্দ্র বর্মণের বাড়িতে হামলা চালায়।
এ সময় আহত হন দেবেন্দ্র বর্মন (৭০), তার ছেলে বাছিন্দ্র বর্মণ (৫০), সত্যেন্দ্র বর্মণ (৪৫), সঞ্চিত বর্মণ (৩০) বাছিন্দ্র বর্মণের স্ত্রী বিউটি বর্মণ (৪৫), ছেলে বাবলু বর্মণ (১৭), শিপলু বর্মণ (১৫) ও তাদের আত্মীয় দেবল বর্মণ (২২)। হামলায় গুরুতর আহত হয়েছেন দেবেন্দ্র বর্মন, বাছিন্দ্র বর্মণ, বাবলু বর্মণ। তাদেরকে তাৎক্ষণিক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, টাকাটুকিয়া গ্রামের বর্মণপাড়ার মেয়েদেরকে পার্শ্ববর্তী টুকেরগাঁও গ্রামের কিছু বখাটে উত্যক্ত করত। এর জের ধরে আজ বর্মণ পাড়ার এক ছেলেকে রাস্তায় পেয়ে মারধর করেছে টুকেরগাঁও গ্রামের ছেলেরা। তার চিৎকার শুনে পরিবারের লোকজন রক্ষা করতে গেলে তাদেরকেও নাকি মারধর করেছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।