হিল ভয়েস, ৩০ মার্চ ২০২১, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে এক নিরীহ জুম্ম অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরে মুক্তিপণের বিনিময়ে অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অপহৃত ব্যক্তি সুজন চাকমা (২৯), পীং-রামচন্দ্র চাকমা এর বাড়ি রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার ৪নং ওয়ার্ডের ডিপুপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ২০২১ দুপুর আনুমানিক ১:৩০ টার দিকে অসীম চাকমা ও জনপ্রিয় চাকমার নেতৃত্বে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি দল দীঘিনালা সদরের দীঘিনালা বাস টার্মিনাল এলাকা থেকে সুজন চাকমাকে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা মো: আনোয়ার নামের এক মোটর সাইকেল ড্রাইভারের সাহায্যে সুজন চাকমাকে বলপেয়ে আদামে তাদের আস্তানায় নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা সুজন চাকমাকে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে রাখে এবং পরিবারের নিকট যোগযোগ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় এলাকাবাসীর সুপারিশক্রমে ২ লক্ষ টাকার বিনিময়ে অপহৃত সুজন চাকমাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
জানা গেছে, প্রায় দুই মাস আগে ভুক্তভোগী সুজন চাকমা সাজেক এলাকায় গিয়ে একটি পর্যটন রিসোর্ট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা বিষয়টি জানার পর সুজন চাকমার কাছ থেকে বড় অংকের চাঁদা দাবি করে। কিন্তু সুজন চাকমা তা দিতে অপারগতা প্রকাশ করে আসছিল। গত ২৬ মার্চ ২০২১ সুজন চাকমা দীঘিনালায় গেলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।