হিল ভয়েস, ১৫ ফেব্রুয়ারি ২০২১, চট্টগ্রাম: চট্টগ্রামের ওয়ার্কার্স পার্টি বান্দরবানের লামায় জেলা প্রশাসন কর্তৃক রাবার কোম্পানির সাথে করা অন্যায্য চুক্তি বাতিল করে ম্রোদের জুমভূমি তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বিবৃতি দিয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ দলটির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ চৌহান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বান্দরবান জেলার লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কোম্পানি ৬৫টি ম্রো পরিবারের ২০০ একর জুমভূমি দখল করেছে এবং বর্তমানে ম্রোরা উচ্ছেদ আতংকে ভুগছেন।
গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ জানিয়ে বিবৃতিতে বলা হয়, মুজিব বর্ষ উপলক্ষে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের আবাসন ব্যবস্থা করছেন সেসময়ে বান্দরবান জেলার ম্রো সম্প্রদায়ের ৬৫টি পরিবারের জমি দখল করে তাদের উচ্ছেদের সংবাদটি আমাদের উদ্বিগ্ন করছে।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কাজ করছে। ভূমি কমিশনের কাজ শুরু করার আগে বড় প্রতিষ্ঠানগুলোকে রাবার প্লানটেশান এর নামে যে ভূমি বরাদ্দ দেয়া হয়েছে এটি পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইনের সাথে সাংঘর্ষিক। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক আঞ্চলিক পরিষদের সম্মতি ব্যতিরেকে জেলা প্রশাসকের এইভাবে ভূমি বন্দোবস্ত বা লিজ প্রদান পার্বত্য চট্টগ্রাম চুক্তির ও সুস্পষ্ট লঙ্ঘন।
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক কোম্পানি কর্তৃক ম্রোদের নামে রজু করা মামলা প্রত্যাহার করে, তাদের জীবন-জীবিকা নিশ্চিত করণের লক্ষ্যে ৬৫ পরিবারের জুমচাষের ভূমিগুলো ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।