হিল ভয়েস, ১২ ফেব্রুয়ারি ২০২১, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রো জনগোষ্ঠীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদকে (পিসিপি) মানববন্ধন করতে না দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে।
গতকাল ১১ জানুয়ারি ২০২১ সন্ধ্যা ৭:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মশাল মিছিল আয়োজন করে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চবি প্রশাসনের পূর্ব অনুমতি নিয়েই চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর ভূমি জোরপূর্বক বেদখল করে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে। কিন্তু উক্ত কর্মসূচি পালন করতে গিয়ে চবি প্রশাসন বাধা প্রদান করে।
চবি প্রশাসনের এই বাধা দানের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘পাহাড় থেকে সমতলে, লড়াই হবে সমানতালে’, ‘মানববন্ধনে বাধা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বন-পাহাড় ধ্বংস করে হোটেল-রিসোর্ট চাই না’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীদের মশাল মিছিলে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।