হিল ভয়েস, ২৭ ফেব্রুয়ারি ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নে শিজকমুখ সার্বজনীন বৌদ্ধ বিহারের জায়গায় অবৈধভাবে স্থাপিত সেনা ক্যাম্পের সেনাবাহিনী কর্তৃক বাড়িতে গিয়ে স্থানীয় জেএসএস কর্মীদের অনুসন্ধান এবং বাড়ির লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৭ ফেব্রুয়ারি ২০২১ সকাল আনুমানিক ১১:০০ টার দিকে উক্ত ক্যাম্পের একদল সেনা সদস্য প্রথমে বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কর্মী ত্রিদিপ চাকমা দীপবাবু (৫৫) এর বাড়ি ঘেরাও করে এবং বাড়ির লোকদেরকে নানা প্রশ্ন করে। এরপর সেনা সদস্যরা জেএসএস’এর অপর কর্মী জুপিটার চাকমা বাপ্পি (৩৫) এর বাড়ি ঘেরাও করে তার খোঁজ করে। এসময় বাড়িতে জুপিটার চাকমা বাপ্পিকে না পেয়ে সেনা সদস্যরা জুপিটারের বড় ভাইয়ের স্ত্রী চয়ন তারা চাকমাকে হয়রানিমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং হুমকিমূলক কথাবার্তা বলে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখও সকাল আনুমানিক ১০:৩০ টায় ওয়ারেন্ট অফিসার মো: রফিক এর নেতৃত্বে একদল সেনা সদস্য বাড়িতে গিয়ে জুপিটার চাকমা বাপ্পি’র খোঁজ করে এবং বাড়ির লোকদের নানা প্রশ্ন করে। এরপর সকাল ১১:৫০ টার দিকে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন চাকমা বিক্ষণকে (৩২) তার বাড়িতে গিয়ে খোঁজ করে এবং বাড়ির লোকদের নানাভাবে ভীতি প্রদর্শন করে।