পাহাড়ে আনসার ক্যাম্প সেনা ক্যাম্পে উন্নীতকরণ এবং নতুন ক্যাম্প স্থাপনের পাঁয়তারার অভিযোগ

হিল ভয়েস, ১১ ফেব্রুয়ারি ২০২১, বিশেষ প্রতিবেদক: সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদরে একটি আনসার ক্যাম্প পূর্ণ সেনা ক্যাম্পে উন্নীতকরণ এবং বান্দরবান পার্বত্য জেলার তৈনখালি এলাকায় একটি নতুন সেনা ক্যাম্প স্থাপন করার পাঁয়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি সদর উপজেলাধীন জীবতলি ইউনিয়নের হাজাছড়ি এস ব্যান্ড নামক স্থানে ইতোপূর্বে যে আনসার ক্যাম্পটি ছিল সেটি বর্তমানে পূর্ণ সেনা ক্যাম্পে পরিণত করা হয়েছে। বর্তমানে উক্ত ক্যাম্পটিতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঐ ক্যাম্পে এখন সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি, আনসার ও সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্যও রয়েছে বলে খবর পাওয়া গেছে। সেনা, আনসার ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য মিলে সেখানে ৭০-৮০ জন অবস্থান করছে।

অপরদিকে, বান্দরবানের তৈনখালি মৌজায় বাজার পাড়া এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন ধরে তারা এলাকাবাসীদের কাছ থেকে ক্যাম্প বসানোর জন্য উপযুক্ত জায়গা খুঁজে বেড়াচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, কয়েক মাস ধরে তারা সেখানকার তৈনখালি সরকারি উচ্চ বিদ্যালয় নামক একটি স্কুলে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করছে।

More From Author