হিল ভয়েস, ২৩ জানুয়ারি ২০২১, রাঙ্গামাটি: রাঙামাটি জেলাধীন নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নামে অং (জাল্যা পাড়া) নামক স্থানে এক আদিবাসী জুম্ম গ্রামবাসীর জায়গা বেদখল করে একটি নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জায়গাটির প্রকৃত মালিকের নাম জ্যোতিলাল চাকমা (৭৫), পিতা-মৃত সুরেশ চন্দ্র চাকমা। সেখানে জ্যোতিলাল চাকমার মালিকানাধীন মোট ৭ একর পরিমাণ জায়গা রয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২১ জায়গাটির মালিক জ্যোতিলাল চাকমার অমতে সম্পূর্ণভাবে জোর করে দখল করে নান্যাচর সেনা জোন ও বুড়িঘাট সেনা জোন থেকে একদল সেনা সদস্য সেনা ক্যাম্পটি স্থাপনের কাজ শুরু করে। এরপর গতকাল ২২ জানুয়ারি ২০২১ সেনা ক্যাম্পের নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে সেখানে প্রায় ৩০-৩৫ জন সেনা সদস্য অবস্থান করছে বলে জানা গেছে।
জায়গার মালিক জ্যোতিলাল চাকমা জানান, ‘গত বুধবার (২০ জানুয়ারি) নান্যাচর সেনা জোনের টু-আইসির নেতৃত্বে একদল সেনা সদস্য এসে আমার কাছ থেকে জায়গাটি সম্পর্কে জানতে চান। তারা সেখানে ক্যাম্প স্থাপন করে কয়েক বছর থাকবেন বলে জানান এবং জায়গার ভাড়া হিসেবে বছরে ৭ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেন। তাদের এ প্রস্তাবের জবাবে আমি বলি, আমার তো টাকার দরকার নেই। আপনারা যদি আমার জায়গায় ক্যাম্প করেন তাহলে আমি কোথায় চাষাবাদ করবো? এ জায়গাটি ছাড়া তো আমার আর কোন জায়গা নেই। চাষাবাদ করতে না পারলে আমরা খাবো কি?’
কিন্তু এরপরও সেনা সদস্যরা উক্ত জায়গায় অবস্থান নিয়ে ক্যাম্প স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। তারা সেখানে জঙ্গল পরিষ্কার ও মাটি কাটার কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে।