হিল ভয়েস, ৭ জানুয়ারি ২০২০, খাগড়াছড়ি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীরা অবশেষে দেড় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহৃত গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র স্বপন চাকমাকে ছেড়ে দিয়েছে। গত ৪ জানুযারি ২০২০ সন্ধ্যা ৭:০০টার দিকে তাকে খাগড়াছড়ির তেঁতুলতলা থেকে ছেড়ে দেওয়া হয়।
অপহৃত স্বপন চাকমার বাড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হৃদয়মনি কার্বারি পাড়ায়। তার পিতার নাম চন্দ্রমুনি চাকমা।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২০ সকালে ভর্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যাবার পথে গুইমারা বাজার এলাকা থেকে সুলেন চাকমা ও নবীন চাকমার নেতৃত্বে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা স্বপন চাকমাকে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা তাকে খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকায় নিয়ে গিয়ে আটকে রাখে এবং তার পরিবারের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
অবশেষে দেড় লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে এবং সভা-সমাবেশে ও প্রতিবাদে অংশ না নেয়াসহ আরও কিছু শর্ত আরোপ করে স্বপন চাকমাকে ছেড়ে দেয়া হয়।