হিল ভয়েস, ৩ জানুয়ারী ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক এক জুম্মকে শারীরিক নির্যাতন ও আরেক জুম্মর বাড়িতে তল্লাশী চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ জানুয়ারি ২০২১ সকাল ১০:০০ টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
শারীরিক নির্যাতনের শিকার ব্যক্তির নাম পাইগ্যা মারমা (৩৫), পিতা- থুইবাইনু মারমা, গ্রাম-চৌধুরী পাড়া। যার বাড়িতে তল্লাশী চালানো হয় তার নাম কংলাউ মারমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০:০০ টার দিকে বেতবুনিয়ার গোদারপাড় সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল চৌধুরী পাড়ায় হানা দেয়। এসময় রাস্তায় রোদ পোহাতে থাকা ৪/৫ জন জুম্মর মধ্য থেকে পাইগ্যা মারমাকে সেনারা ডেকে হঠাৎ ‘সন্ত্রাসী সদস্যরা এলাকায় থাকে কিনা? দোকানে কারা সন্ত্রাসীদের পোষ্টার লাগিয়েছে? তুমি কি চাকমা না মারমা? সন্ত্রাসীদের চিন?’ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন করে। এহেন প্রশ্নে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে উত্তর দিতে দেরী করে ফেলেন। সেনারা জবাব পেতে দেরী হওয়ায় পাইগ্যা মারমার গালে চড় মারে এবং লাঠি দিয়ে আঘাত করে।
একই দিন সেনারা চৌধুরী পাড়ার বাসিন্দা কংলাউ মার্মা নামে এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশী করে বাড়িতে অবৈধ কোনকিছু পায়নি। তবে চলে যাওয়ার সময় সেনারা তার দুই বছরের শিশুর ছবি তুলে নিয়ে যায়।